সাম্প্রতিক খবর

মার্চ ১১, ২০১৯

উদ্বাস্তুদের জন্য নীতি প্রণয়ন করবে রাজ্য সরকার

উদ্বাস্তুদের জন্য নীতি প্রণয়ন করবে রাজ্য সরকার

রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারের জমিতে বসবাসকারী উদ্বাস্তুদের জন্য বিনামূল্যে জমি প্রদান করতে মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের উদ্বাস্তু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে উদ্বাস্তুদের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে।

পরিষদীয় মন্ত্রী বলেন, ‘এই বছরের জানুয়ারি মাসের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯৪টি উদ্বাস্তু কলোনিকে জমির পাট্টা দান করেন রাজ্য সরকারের জমিতে। আরও ২৩৭টি কলোনির জন্য জমির পাট্টা প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে এবং ভবিষ্যতে আবারও দেবে।

এই কমিটিতে থাকছেন অমিত মিত্র, শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, রত্না ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক এবং গৌতম দেব।

এই মুহূর্তে কলকাতায় ৩০,০০০ উদ্বাস্তু পরিবারের কাছে জমির পাট্টা আছে। এই পাট্টার মাধ্যমে তারা জমির মালিকানা পাবেন। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে তবেই রাজ্য সরকার বেসরকারি জমিগুলি কিনতে পারবে।