December 7, 2016
Any attempt to destroy communal harmony by Centre will be thwarted: Trinamool

Trinamool Congress secretary general, Partha Chatterjee on Tuesday urged people not to get carried away by the communal card that is being played by the Centre.
He was speaking at the Sanhati Divas (Communal Harmony Day) programme organised by the party near the Gandhi statue on Mayo Road.
“There are people in the Centre who are playing communal cards by spreading fake rumours. People should put up a united resistance against them,” he said.
He maintained that communal harmony should be preserved. “Bengal is a land of communal harmony and peace and all effort to disturb this harmony will be thwarted,” he said.
Firhad Hakim, state Urban development minister said “Narendra Modi belongs to India just as Firhad Hakim. From time immemorial India is a seat of communal harmony and peace and the society does not tolerate hatred.”
He also said any attempt to destroy the social fabric of peace and harmony will be dealt with seriously.
Referring to demonetisation, Hakim said that the Centre was trying to help the multinational
companies in the name of demonetisation. Poor farmers will become poorer and will be forced to give up farming.
In the name of introducing plastic money, the Centre is actually helping the multinationals who will run the shopping malls. It is a dangerous move and will not benefit the country,” he maintained.
বাবরি ধ্বংসের দিনে বিজেপিকে আক্রমণে তৃণমূল
গতকাল সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছেএকটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এদিন এই মঞ্চ থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাধারণ মানুষকে কেন্দ্রের সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিতে না করেন।
তিনি বলেন, “গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হানতে চাইছেন কেন্দ্রের কিছু নেতা। সাধারণ মানুষের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করা”।
তাঁর দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা উচিত। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জায়গা, কেউ যদি সেটা খর্ব করার চেষ্টা করে তাঁকে রেয়াত করা হবে না”।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নরেন্দ্র মোদী যেমন ভারতীয়, ফিরহাদ হাকিমও তেমন ভারতীয়। ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির দেশ এখানে সমাজ সবস্তরের মানুষকে ভালবাসতে শেখায়। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নোট বাতিলের উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, বিমুদ্রিকরনের নামে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে সাহায্য করছে কেন্দ্র। গরীব কৃষকরা আরও গরীব হচ্ছেন। তারা চাষবাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তাঁর দাবি প্লাস্টিক টাকা চালু করার নামে তাঁরা বহুজাতিক সংস্থাগুলো যারা শপিং মল চালায় তাদের সাহায্য করছে। এর ফলে দেশের সর্বনাশ হচ্ছে।