Latest News

December 17, 2016

1,100 unemployed youths receive financial assistance under Gatidhara scheme

1,100 unemployed youths receive financial assistance under Gatidhara scheme

In the wake of acute unavailability of cash due to the demonetisation policy of the Central Government, the Bengal Government has taken the initiative to provide financial aid to unemployed youths through the Gatidhara scheme.

The State Transport Department on Friday handed over financial assistance to 1,100 unemployed youths for buying commercial vehicles at a programme held in Allen Park on Park Street.

Gatidhara is a scheme introduced to inspire the youth of Bengal to explore potentialities in the transport sector by operating (own or otherwise) small/medium vehicles for commercial purposes. The objective of the scheme is to generate both urban and rural self-employment by providing financial assistance job-seekers enrolled with the State Employment Bank.

 

 

গতিধারা প্রকল্পে মাধ্যমে ১,১০০ পরিবার আশার আলো দেখবে

কেন্দ্রের নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর দেশ জুড়ে আর্থিক সংকটের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে গতিধারা প্রকল্পের আওতায় প্রায় ১১০০ বেকার যুবক যুবতীদের হাতে গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার। এর ফলে কর্মসংস্থান হবে।

গতিধারা প্রকল্প

রাজ্যের নিবন্ধীকৃত বেকার যুবক যুবতীর বাণিজ্যিক গাড়ি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়ে পরিবহনের ক্ষেত্রে জীবিকার সুযোগ করে দিতে সূচনা হয়েছিল গতিধারা প্রকল্পের। এই প্রকল্পে উপভোক্তারা গাড়ির এক্স – শোরুম মূল্যের ৩০ শতাংশ (সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত) সরকারের থেকে সহায়তা হিসেবে পাবে।