January 9, 2021
‘বিনামূল্যে যথা সময়ে’ টিকা পাবে বাংলার পুলিশ, মুখ্যমন্ত্রীর বার্তা

রাজ্যে প্রথম দফায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবেন রাজ্যে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তাররাও। কিছুদিন আগেই মোবাইলে এই মেসেজ পেয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাফাইকর্মীদের মতো কোভিডযোদ্ধারা। এবার বিনামূল্যে টিকা দেওয়ার সরকারি বার্তা পেলেন পশ্চিমবঙ্গের পুলিশকর্মীরাও।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই বার্তা পাঠানো হচ্ছে পুলিশকর্মীদের মোবাইলে। তাতে লেখা, ‘COVID-19 এর মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসেবে আপনি যেভাবে সবসময় মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন, তাকে সম্মান জানাচ্ছি। আপনি ও আপনার পরিবার সবসময় ভাল থাকুন, সুস্থ থাকুন।’
এর পর তিনি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। বাংলার সমস্ত পুলিশ, হোমগার্ড, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, সংশোধনাগার ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের কাছে আমরা এই ভ্যাকসিন পৌঁছে দেব।’