January 11, 2021
স্বামীজি কারও একার নন, উনি সবার: মুখ্যমন্ত্রী

বাবুঘাটে গঙ্গাসাগরের মেলার শিবিরে এসে মুখ্যমন্ত্রী বিবেকানন্দের জন্মদিনের আগের দিনই তাঁর ছবিতে ফুল ও মালা দেন। এদিন বাবুঘাটের গঙ্গাসাগরের শিবির থেকেই মুখ্যমন্ত্রী কাশীপুর এবং গঙ্গাসাগর অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:
হিন্দু ধর্ম কি এবং এই ধর্মের সাথে অন্য ধর্মের মিল কোথায় এই নিয়ে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন, উনি প্রথম ব্যক্তি যিনি আমেরিকায় গিয়ে হিন্দুস্থান এর মাথা উঁচু করেছিলেন
বিবেকানন্দ কারও একার নয়, উনি আমাদের সকলের
বিবেকানন্দই হলেন দেশের প্রকৃত নেতা। তাঁর আদর্শ নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বহু সমস্যার মুখে পড়েছে আমাদের দেশ। সেই পরিস্থিতি অতিক্রমও করে এসেছি। তবু দেশকে ভাঙতে পারেনি কেউ। এ দেশকে ভাঙতে দেব না।
দেশের নানা সমস্যা থাকতে পারে। কিন্তু দেখতে হবে মানুষের মধ্যে যেন কোনও বিভাজন না থাকে। দেশকে এক রাখার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে
ভারতের মণীষীরা কারও একার সম্পত্তি নন। তাঁরা সকলের। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁরা কোনও জাতি বা ধর্মকে ছোট করে দেখেননি। সকলকে নিয়ে চলতে শিখিয়েছেন
সবচেয়ে কঠিন গঙ্গাসাগর যাওয়া। কারণ কুম্ভমেলায় যাওয়ারও রেলপথ আছে। শুধু গঙ্গাসাগর জল পেরিয়ে যেতে হয়
গঙ্গাসাগর মেলার সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত। পরিস্থিতির প্রয়োজনে ছোট করেই মেলার পক্ষপাতী, কিন্তু বন্ধ করা যাবে না কারণ এটা আমাদের সেন্টিমেন্ট
গঙ্গাসাগরে এখন অনেক পরিষেবার উন্নতি হয়েছে। তাই এখন গঙ্গাসাগরে এখন বারবার যাওয়া যায়। প্রায় ৫০ লক্ষ মানুষ আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে
আগে গঙ্গাসাগর যেতে হলে ট্যাক্স দিতে হত আমরা বন্ধ করেছি
১২ই জানুয়ারি -১৭ই জানুয়ারি তারিখের মধ্যে কোন দুর্ঘটনা হলে (যেন না হয়) প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে বীমা পাবে
আমাদের মন্ত্রীরা ওখানে থাকবেন যাতে মানুষের কোন অসুবিধা হয়, আমায় ঘন্টায় ঘন্টায় তারা রিপোর্ট দিচ্ছেন
তাড়াহুড়ো করবেন না, পুলিশের সিস্টেম ফলো করুন
আমরা ওখানে থাকার ব্যবস্থা, হাসপাতাল, এম্বুলেন্স এর ব্যবস্থা করেছি। ই-স্নানের ও ব্যবস্থা করা হয়েছে