Latest News

January 21, 2021

সাতদিনের মধ্যে ১০,০০০ টাকা পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা: মমতা বন্দ্যোপাধ্যায়

সাতদিনের মধ্যে ১০,০০০ টাকা পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ দিনের মধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। আজ থেকেই উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

আগামী সাতদিনের মধ্যে রাজ্যের ৯ লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে

বাজারে একসঙ্গে ন’লাখ ট্যাব বা স্মার্টফোন পাওয়া যাচ্ছে না। সেজন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। তাহলে পড়ুয়ারা নিজেদের পছন্দমতো ডিভাইস (ট্যাব বা স্মার্টফোন) কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে

সব পড়ুয়াদের আমার অনেক শুভেচ্ছা ও অভিন্দন

যারা যারা উপস্থিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিঠি দেব

আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্রদের কেউ মাথা নত করতে পারে না, ছাত্ররা স্বচ্ছ ও পবিত্র হয়, ১৮ বছর কোন বাধা মানে না

যে যেখানেই যাই না কেন, আমাদের অস্তিত্ব মনে রাখতে হবে। কোনওরকম সাহায্যে লাগতে পারলে, আগামীদিনে আরও ভাবব। ভবিষ্যতে যেখানেই থাকবেন, মাতৃভূমিকে ভুলবেন না