Latest News

January 20, 2021

মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়:‌ মমতা বন্দ্যোপাধ্যায়

মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়:‌ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার বাইপাস সংলগ্ন ‘বরুণ সেনগুপ্ত সংগ্রহশালা’র উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথিতযশা সাংবাদিক তথা ‘বর্তমান’-এর প্রতিষ্ঠাতা প্রয়াত বরুণ সেনগুপ্তের স্মরণে গড়ে উঠেছে এই মিউজিয়াম।

কলকাতা পুরসভার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সংগ্রহশালাটি তিনতলা। এখানে রয়েছে দু’টি আর্কাইভ, একটি সেমিনার হল এবং একটি অডিটোরিয়াম। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্তমান যুগের সংবাদমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেন।

১৯৯৩ সালে ২১ জুলাইয়ের ঘটনার পর বরুণদার পরামর্শে একটি বিশেষ ফান্ড তৈরি করেছিলাম। সেই টাকায় একুশে জুলাইয়ের আহত এবং নিহতদের পরিবারবর্গকে সাহায্য করা হয়। কিছু টাকা ভূমিকম্পের জন্য দান করা হয়েছিল।

যখনই সমস্যায় পড়েছি, তখন বরুণদার পরামর্শ নিয়েছি।

কেউ কেউ সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে কিনে নিতে চাইছে। কিন্তু মাথা বিক্রি করে সাংবাদিকতা হয় না। বরুণদা সেই নির্ভীক সাংবাদিকতার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন।

এখনকার সময়ে দিল্লি থেকে কোনও নির্দেশ এলেই সকলের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু সেই দিনগুলির পরিস্থিতি খুব আলাদা ছিল

সংবাদমাধ্যমের নিরপেক্ষ এবং নির্ভীক হওয়ার প্রয়োজন রয়েছে

মাথা নত না করে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে

যদি সংবাদপত্রকে অবাধে লেখার অনুমতি না দেওয়া হয় তবে কি কোনও গণতন্ত্র প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে?‌’‌

গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা যায় না

‌সংবাদপত্রের অধঃপতনের যুগ চলছে

আমি চাই আগামী দিনে সাংবাদিকদের জন্য ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয় তৈরি হোক