Latest News

January 25, 2021

বুথ কর্মীরাই দলের সম্পদ: মুখ্যমন্ত্রী

বুথ কর্মীরাই দলের সম্পদ: মুখ্যমন্ত্রী

আজ হুগলির পুরশুড়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

বুথ কর্মীরাই দলের সম্পদ। তারাই ভোট করে, ঝড়ে-জলে ঘুরে বেড়ায়। আজকের সভা ভুথ কর্মীদের জন্য নিবেদন করলাম

কর্মীরাই পরিশ্রম করে নেতা হয়। বিবেকানন্দ-নেতাজি বলে গিয়েছেন কেউ গাছ থেকে পড়ে নেতা হয় না

বন্যা হলে আগে আমি ছুটে আসি, লোয়ার দামোদর রিভার ইরিগেশন প্রজেক্ট হচ্ছে, আগামিদিনে আর বন্যা হবে না

তারকেশ্বরে রেলের কানেক্টিং লাইন ছিল না, কেউ ভাবেনি। করা হয়েছে। উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে

আগে কাস্ট সার্টিফিকেট পেতে সময় লাগত, দুয়ারে সরকারে ১০ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে

জুন পর্যন্ত রেশন ফ্রিতে পাবেন, আগামিদিনেও ফ্রি রেশন চালু রাখব আমরা। আমার ছিলাম, আমারই থাকবো। হরেকৃষ্ণ হরে রাম , বিদায় যাও বিজেপি বাম। হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে

বিজেপি ওয়াশিং মেশিন। যারা অনেক টাকা করেছে তারা টাকা রাখতে বিজেপিতে যাচ্ছে। যেতে চান তাড়াতাড়ি যান। তৃণমূল আপনাদের চায় না, বাংলা আপনাদের চায় না। তৃণমূলের টিকিট পাবে না জেনেই ওদের দলবদলের এত তাড়া। যারা যাচ্ছ যাও, তৃণমূলে আর ফেরা যাবে না। কাদের নিতে হয় আমি জানি। কাজ করলে টিকিট, নয়তো নয়

আপনারা কি ঘরে ডেকে বেরিয়ে যেতে বলবেন। আমি নেতাজির অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস, ধর্মান্ধ, গর্ধ গদ্দার আমায় দেশের প্রধানমন্ত্রীর সামনে টিজ করছে প্রধানমন্ত্রীর সামনে। আমায় ওরা চেনে না। আমায় বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাবো। তুমি নেতাজি নেতাজি করলে আমি স্যালুট করতাম। কিন্তু যারা এসব করেছে তারা বাংলা ও নেতাজিকে অপমান করেছে। তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ। রবীন্দ্রনাথ ঠাকুর, দলিতদের অপমান করেছে

বিজেপি, সিপিএমের সমর্থনে বাংলায় এসেছে

বাংলা কিন্তু হ্যাংলা নয়, বাংলা সংস্কৃতিকে ভালবাসে

আগেরবার একটা আসন নিয়ে গেছে, এবার তার প্রতিবাদে প্রত্যেকটা সিট তৃণমূলকে দিন। টাকা দিলে টাকা নিয়ে নিন, ভোট বাক্সে উলটে দিন। ব্যারাকপুরে একবার জিতেছে, আগুন লাগানোর চেষ্টা করছে, বর্ধমানে আগুন লাগানোর চেষ্টা করছে। বাইরের গুন্ডা ঢুকতে দেবা না. বাংলাকে গুজরাত বানাতে দেব না, গুজরাত বরং বাংলা হয়ে যেতে পারে

আমি আপনাদের পাহারদার, আমি একজন কর্মী হিসেবে থাকতে ভালবাসি। আমি জনগণের সেবক

বিজেপি দাঙ্গাবাজ, ভুয়ো খবর রটায়। ফেক ভিডিও বানায়, ফেক হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়। ওদের বিশ্বাস করবেন না

আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়। বিজেপির কাছে মাথা নত করব না, তার চেয়ে নিজের গলা নিজে কেটে দেব

দেবলীনা, সায়নীকে বলেছে বাইরে গেলে ধর্ষণ করে দেবে, করে দেখ, তারপর বুঝবি মমতা বন্দ্যোপাধ্যায় কী জিনিষ। বিজেপি বাড়াবাড়ি করলে মা বোনেরা হাতা খুন্তি নিয়ে ভাল করে রান্না করে দেবেন তো?

তৃণমূল ঘরে ঘরে মানুষের কাজ করবে। যদি কেউ কোনও ভুলভ্রান্তি করে দল তাকে শাসন করবে। এই দল শৃঙ্খলাবদ্ধ দল। এই দল কাউকে রেয়াত করে না