January 4, 2021
‘চোখের আলো’–র সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন সভাঘরে ৫ বছর ব্যাপী প্রকল্প ‘চোখের আলো’–র সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল, বয়স্কদের ছানি অপারেশন করা এবং নবীন থেকে প্রবীণ অর্থাৎ নবজাতক থেকে বৃদ্ধ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘৫ বছর রাজ্য জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ মানুষের ছানি অপারেশন করা হবে। এবং বিনামূল্যে দেওয়া হবে ৮ লক্ষ ২৫ হাজার চশমা। এছাড়া সরকারি স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা হবে। ২০২৫-এর মধ্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা। কাল থেকে পর্যায়ক্রমে চালু হবে প্রকল্প।’
এমনকী যে সব শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় তাদের সকলের চোখ পরীক্ষা করা হবে এই প্রকল্পে।
প্রথম পর্যায়ে, ৫ জানুয়ারি থেকে ১২০০টি গ্রাম পঞ্চায়েত ও শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্পটি চালু হবে। পরে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও শহরকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
এই প্রকল্পের নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। লোগোটাও করেছেন তিনি। ৩০০–র বেশি চোখের সার্জেন ও প্রায় ৪০০ জন অপটোমেট্রিস্ট এই কাজে যুক্ত থাকবেন।
এদিন উত্তরবঙ্গ মেডিক্যালে ট্রমা কেয়ারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর। যা তৈরি করতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। এতে উপকৃত হবেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর–সহ সারা উত্তরবঙ্গের মানুষ।