Latest News

January 18, 2021

করোনা পরিস্থিতিতে ভাল পরিষেবার জন্য ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল বাংলা

করোনা পরিস্থিতিতে ভাল পরিষেবার জন্য ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল বাংলা

কোভিড মোকাবিলা এবং জনপরিষেবায় অসাধারণ কাজের সুবাদে আরও একবার জাতীয় স্তরে পুরস্কৃত বাংলার সরকার। এই দুই বিভাগে ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড পেল বাংলা।

গত ১৬ই জানুয়ারি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হয়েছে আর সেখানেই করোনা কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভাল কাজ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণেও প্রশংসনীয় কাজ করেছে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা।

এর আগেও নাগরিক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার সেই মুকুটে যোগ হল আরেক পালক। কোভিড পরিস্থিতিতে ও লকডাউন পর্বে জরুরি ভিত্তিতে পরিবহণ ব্যবস্থাও কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা নিয়েও একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিযায়ী শ্রমিকদের জন্য পরিবহণের ব্যবস্থা করা তার মধ্যে অন্যতম।

জনপরিষেবার জন্য বাংলা ‘স্কচ অর্ডার অফ দ্য মেরিট’ পুরস্কার লাভ করেছে এবং SBSTC’র মাথায় উঠেছে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড’।