Latest News

January 18, 2021

আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে দেব না: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে দেব না: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে তেখালির মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নন্দীগ্রাম সংঘর্ষে ১০ জন নিখোঁজের প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকার চেক তুলে দিলেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

  • তেখালি ব্রিজের সামনে গুলি করেছিল, সেই সব ঘটনা একটু স্মরণ করা যাক. নন্দীগ্রাম আন্দোলন তৈরি হয়েছিল সিঙ্গুর থেকে। আমি তখন রাস্তায় বসে অনশন করছি। অনেকে বড় বড় কথা বলে কিন্তু আন্দোলন তৈরি হয় সিঙ্গুর থেকে
  • তাপসী মালিক কে পুড়িয়ে হত্যা করা হল
  • আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • আমার আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল বলতে, কৃষিজমি জোর করে দখল করা যাবে না, আমি আইনটাকে বদলে দিয়েছিলাম
  • আমার শরীর খারাপ হয়, ২ টো অপারেশন করতে হয়, তারপর ও আমি চিকিৎসকদের নিষেধ না শুনে আসছিলাম নন্দীগ্রামে, কোলাঘাটের কাছে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিল
  • আমাকে তৎকালীন রাজ্যপাল ফোন করে বললেন আমি যেন ফিরে যাই , আমাকে মারার জন্য সবাই ব্যবস্থা করে রেখেছে
  • আমার গাড়িতে ২-৩টি বুলেট এসে লেগেছিল, নানাভাবে আটকানোর চেষ্টা চলেছিল, সব বাধা পেরিয়ে নন্দীগ্রাম পার হই। তখন কাউকে দেখতে পাইনি
  • আমি কারও কাছে জ্ঞান নেব না, সূর্যোদয়ের পর সিপিএম এখানে মিডিয়াকেও ঢুকতে দেয়নি। আমি বসে বসে পাহারা দিতাম
  • রক্তস্নাত সেই দিনগুলির কথা ভুলতে পারিনি আজও, আমিই লিখেছি, নন্দী মা। নন্দীগ্রাম নিয়ে আমার বই আছে, কবিতা আছে।
  • নন্দীগ্রাম থেকে হলদিয়া যোগাযোগের জন্য রাস্তা-ব্রিজ করা হবে
  • নন্দীগ্রামে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট সেটাও করে দেওয়া হবে, এর ফলে কর্মসংস্থান হবে
  • চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকে ৭০ হাজার পরিবারে বাড়ি বাড়ি জলের কল পৌঁছতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে
  • নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে, এই জেলায় ৭ টি কিষান মান্ডি হয়েছে
  • নন্দীগ্রামে নিখোঁজ ও শহিদ পরিবারকে পেনশন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার
  • যদি কোনও সমস্যা হয়, সরাসরি দুয়ারে সরকারে যাবেন, তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে
  • আজ দেশ জুড়ে কৃষক আন্দোলন করছে, আমরা তাদের সমর্থন করি।  বিজেপি ফসল চুরি করার চেষ্টা করছে। কেন্দ্রকে ৩ টি আইন প্রত্যাহার করতে হবে,  দরকার হলে আবার কৃষক আন্দোলনে আমরা অংশ নেব। ‘কৃষি আইন প্রত্যাহার না করলে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো করে দেখাব’
  • নন্দীগ্রামের সাথে আমার আত্মার টান, ১৪ই মার্চ আমরা কৃষক দিবস পালন করি
  • বুদ্ধ জয়ন্তীতে রঘুনাথ মুর্মু র জন্মদিন সরকারি ছুটি ঘোষণা হল
  • কেউ কেউ ‘ইধার-উধার’ করছে, অত চিন্তা করার কারণ নেই। আগে তো সুপ্রকাশ গিরিকে লড়, তারপর তৃণমূল কংগ্রেসকে লড়বে।
  • রাজনীতিতে তিন ধরনের লোক হয়, একদল লোভী, একদল ভোগী, আর একদল ত্যাগী। যারা ত্যাগ করতে জানে তারা কোথাও যাবে না। ত্যাগীরা শত প্রলোভনে মায়ের কোল ছাড়ে না
  • আর একদলের প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা। সেই টাকা রক্ষা করতে তারা দল ছাড়ছে। বিজেপি নেতারা বলছে, হয় জেলে নয় ঘরে। তৃণমূল করলে জেলে ভরব, বিজেপি ওয়াশিং মেশিন। কালো হয়ে ঢুকবে, সাদা হয়ে বেরিয়ে আসবে।
  • তৃণমূল কংগ্রেসের লড়াই এত সহজ নয়, তৃণমূলের কংগ্রেসের জন্মদিনে তোমরা ছিলে না
  • ‌‌ফেক নিউজ ছড়ায় বিজেপি, সব হোয়াটস অ্যা‌প বিশ্বাস করবেন না। লোকসভা ভোটের সময় পুলওয়ামা গেম প্ল্যান নিয়ে বেরিয়ে পড়েছিল
  • কেউ কেউ সার্ভে উল্টে দিচ্ছে, যারা সার্ভে করছে, বিজেপির নেতারা তাদের সেই সংখ্যা বদলে দিচ্ছে আর সংবাদমাধ্যম ভয়ে চুপ. কতদিন চুপ থাকবেন? ভয় দেখিয়ে জনমানুষের অভিব্যক্তি চেপে রাখতে পারবেন না
  • আমি সব জানি ভেতরকার গেম প্ল্যান। আসল সমীক্ষায় আছে তৃণমূল ২০০-র বেশি আসন পাবে। বিজেপি পাবে মাত্র ৫১টা। সব ভিডিও বিশ্বাস করবেন না। ফেক মানে ভেক। ভেকধারীরা নাটক তৈরি করে তা ছেড়়ে দিচ্ছে, মানুষ বিশ্বাস করছে। বিজেপি হাজার হাজার কোটি টাকার মানুষ, মিথ্যে কুৎসা রটায়।
  • নন্দীগ্রামের শহিদদের কোনওদিন ভুলিনি, ভুলব না। অত্যাচার, অনাচারকে সহ্য করে যেভাবে আপনার আন্দোলন করেছিলেন, তার কোনও তুলনা হয় না
  • আমায় ২৯৪ টি সিটেই লড়তে তবে, আমি নিজেই যদি নন্দীগ্রামে ভোটে দাড়াই কেমন হয়? আমি ভবানীপুরকেও অবহেলা করছি না
  • নন্দীগ্রাম থেকেই তৃণমূলের জন্ম, এটা আমাদের লাকি জায়গা তাই ঘোষণাটা এখন থেকেই শুরু করলাম। নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হল