Latest News

January 15, 2021

আদিবাসী, তফসিলিদের দ্রুত সার্টিফিকেট প্রদান, ‘দুয়ারে সরকারে’র সাফল্যে টুইট মুখ্যমন্ত্রীর

আদিবাসী, তফসিলিদের দ্রুত সার্টিফিকেট প্রদান, ‘দুয়ারে সরকারে’র সাফল্যে টুইট মুখ্যমন্ত্রীর

কর্মসূচি শেষ হওয়ার ১৫ দিন আগেই টার্গেট পূরণে রেকর্ড গড়ে চলেছে রাজ্য প্রশাসনের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আজ টুইট করে ফের সেই সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

টুইটে তিনি লেখেন, ”১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।” এরপর তিনি কর্মসূচির সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

রাজ্যবাসীর একেবারে দোরগোড়ায় সরকারি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে ডিসেম্বর মাস থেকে দু’মাস ব্যাপী এই প্রকল্পের সূচনা হয়েছে। দেড় মাসের মধ্যে ২ লক্ষ মানুষ এই শিবিরে এসে সুবিধা পেয়েছেন। তাদের নানা সমস্যার সমাধান হয়েছে

‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমেই যাতে রাজ্যের প্রত্যেক আদিবাসী, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই সার্টিফিকেট পৌঁছে যায়, সেই নির্দেশও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে কাজ দ্রুতই হচ্ছে। এক মাসেরও কম সময়ে ১০ লক্ষ এসসি, এসটি, ওবিসিদের হাতে এসেছে জাতিগত শংসাপত্র।