Latest News

March 26, 2018

Hooliganism in the name of religion will not be tolerated: Bengal CM

Hooliganism in the name of religion will not be tolerated: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today gave a stern warning to those who are indulging in hooliganism in the name of religion. From the dias of the administrative review meeting at South 24 Parganas, she said that this is not Bengal’s culture and will not be tolerated. The CM instructed the SPs of all districts to take appropriate action.

Full transcript of what the CM said:

Did Lord Ram ever say that armed rallies with pistols and swords should be organised in his name? We have read in our scriptures that Ram fought against Ravan with a bow and arrow. Some hooligans are trying to give Lord Ram a bad name. Should we leave law and order in their hands? Will they run the administration now?

Few mustans with pistols, swords, arms, cloths tied around their heads, are doing goondagiri on the roads. This is not Bengali culture. We worship Durga, Kali, Saraswati, Ganapati, Laxmi as well as Basanti. We observe all festivals with peace and harmony. We also celebrate Eid and Christmas.

We gave permission for holding peaceful rallies. Everyone is free to practice their religion. But carrying pistols and playing politics in the name of Ram will not be tolerated. No one has the right to go to the neighbourhood of a different community and kill someone.

I would ask the administration to take strong action against those who carried arms. Some people are opening organisations with religious names and doing business in the name of religion. They are bringing shame to their religion. Ramakrishna Mission, Bharat Sevasram Sangha, Gangasagar – these are symbols of Hinduism.

Hinduism is universal. People have been following this faith for hundreds of years. Hinduism preaches love, brotherhood, tolerance. We don’t need lessons in Hinduism from them.

What they practise is freak religion; religion of muscle power and goondaism. This is not even politics, which requires service to people and society at large. Politics requires culture, humanism and education. Killing people cannot be a part of politics.

What we witnessed yesterday is the handiwork of one party. Today I read in the papers that they carried pistols in their rallies. We saw on TV many people carried swords. Did Lord Ram ever carry a sword? They are importing a new religion (of violence) and dreaming of winning over the entire country. I am sorry to say this, I abhor them. I strongly condemn these actions.

The administration has a responsibility. The death of a person in Purulia is akin to the death of my own family member. Whether he was Muslim, Hindu, Sikh of Christian is immaterial. Why would they kill people? They are so afraid that they are hiring goons from outside. Bengal will not tolerate this.

I am instructing all SPs to take strong action. Do not spare any wrong-doer. If I come to know that police is colluding with them, I will not spare the police either.

People demand justice. They are horrified by yesterday’s events. This is not Bengal’s culture. This will not be tolerated. This is my clear message.

 

ধর্মের নামে গুন্ডাগিরি মানব না: মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্মের নামে গুন্ডাগিরিকে রেয়াত করা হবে না। তিনি আরও বলেন যে এটা বাংলার সংস্কৃতি নয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

রাম কোনদিন বলে গিয়েছিলেন পিস্তল হাতে মিছিল করতে বা তরবারি হাতে মিছিল করতে? আমরা ইতিহাসে দেখেছি রামচন্দ্র ধনুক নিয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কতগুলি hooligans রামের বদনাম করছে – তাদের হাতে কি আমরা রাজ্যের শাসনভার, আইন শৃঙ্খলা ছেড়ে দিতে পারি? প্রশাসন কি বলে?

কতজন হুজুগে মাস্তান হঠাৎ করে এসে জুটেছে, পিস্তল নিয়ে, তরবারি নিয়ে, মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় গুণ্ডামি করতে বেরিয়েছে। এটা বাংলা সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, গণপতি, লক্ষ্মী, বাসন্তী পুজো করি। আমরা সব পুজো করি শান্তি, সংহতি, উলুধ্বনির মধ্যে দিয়ে, অশান্তির মধ্যে দিয়ে নয়। আমরা রমজান পালন করি, বড়দিনও পালন করি।

আমি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছি। যে কোন ধর্মের লোক যে কোন ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন। কিন্তু রামের নাম নিয়ে রামকে বদনাম করার জন্য পিস্তল তরোয়াল হাতে নিয়ে অন্য কমিউনিটির পাড়ায় ঢুকে গিয়ে তাঁকে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

আমি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। হঠাৎ করে এবার কয়েকজন হাতে অস্ত্র তুলে নিয়েছে। যেই হাতে অস্ত্র তুলে নিক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় একটা করে নাম ঢুকিয়ে দিয়ে নানারকম ভাবে ধর্মের নামে ব্যবসা করছে। আর ধর্মকে বিক্রি করে তার বদনাম করছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর – তারা হিন্দু ধর্মের নামে এই কাজ মানে?

হিন্দুধর্ম সার্বজনীন। শত শত বছর ধরে এই ধর্ম পালন হয়ে আসছে সবাইকে ভালবেসে, সহনশীলতার মধ্যে দিয়ে। ওরা এখন হিন্দু ধর্ম শেখাচ্ছে।

এ কোন ধর্ম? খামখেয়ালি ধর্ম, গায়ের জোরে গুণ্ডামির ধর্ম। এটা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি অনেক বড় ব্যাপার। রাজনীতি করতে গেলে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হয়। রাজনীতি সভ্যতা – সংস্কৃতি – মানবিকতা – শিক্ষার জন্য। রাজনীতি মানে মানুষকে খুন করা নয়।

গতকাল আমরা যা দেখলাম, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাজ। আজ পেপার খুলে দেখলাম পিস্তল নিয়ে মিছিল করছে। অনেক কাগজ ও টিভি তে দেখলাম তলোয়ার নিয়ে মিছিল করছে। রামচন্দ্রর হাতে কখনো তলোয়ার ছিল? নতুন ধর্মের আমদানি করেছে এরা। এই ধর্ম নিয়ে ভাবছে সারা ভারতবর্ষ জয় করবে। I am sorry to say, আমরা এদের ঘৃণা করি। এই ধরণের আচরণকে আমরা ধিক্কার জানাই।

প্রশাসনের একটা দায়িত্ব আছে। পুরুলিয়ায় যদি একজনেরও মৃত্যু হয়ে থাকে তবে আমার ঘরের ভাই মারা গেছে। সে হিন্দু-মুসলমান- শিখ না খ্রিস্টান আমার জানার দরকার নেই। তোমরা কেন মানুষ মারবে? একজন ভয় পেয়েছে বলে তাকে বাইরে থেকে গুন্ডা আনিয়ে তাড়া করে মারবে কেন? এসব বাংলায় সহ্য করা হবে না।

আমি সব এসপি কে নির্দেশ দিচ্ছি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। কাউকে সহ্য করা হবে না। আইন আইনের কাজ করবে। যদি পুলিশ সমঝোতা করে কোন ব্যবস্থা না নেয় তাহলে আমি সেই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জনগণ আপনাদের কাছে বিচার চায়। মানুষ কাল এই সব মিছিল দেখে শিউরে উঠেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা এসব সহ্য করব না। এটা আমার clear message।