March 20, 2018
More Bengal Govt scholarships for aspiring mountaineers

In a bid to encourage more youths to take interest in mountaineering and adventure sports, the Mamata Banerjee Government has decided to provide scholarships to more candidates for training at the Himalayan Mountaineering Institute (HMI) from this year.
This move complements the fact that as many as 20 mountaineers from Bengal have managed to reach the summit of Mount Everest after the new regime took over in the State. Only two mountaineers had achieved this during the 34-year rule of the erstwhile Left Front Government.
The State Youth Services and Sports Department has also increased the financial assistance granted for expeditions to mountains more than 8,000 metres high from Rs 5 lakh to Rs 7.5 lakh. From 2018 onwards, 150 candidates will be selected through trials for full State Government scholarships for undergoing basic and advanced training in mountaineering at the HMI.
The Youth Services and Sports Department has noted that, in the past six and a half years, the number of candidates aged between 18 and 35 years appearing for the trials and seeking selection for mountaineering training has increased.
The trial camps are mainly held at Durgapur, Siliguri and Kolkata. Last year, more than 500 aspirants had turned up for the trials, and this is expected to go up in the coming year. The process of selection of candidates for scholarships will start in November.
Both men and women candidates need to pass a set of tests to get selected for the scholarship and be eligible for the basic and advanced training at HMI. The selected youths are sent in batches for training, which continues round-the-year.
পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের
পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।
বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।
পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।
২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।
দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।