Latest News

March 10, 2018

Trinamool Congress has doubled farmers’ income in six years

Trinamool Congress has doubled farmers’ income in six years

The average annual income of farmers has increased from Rs 91,011 during financial year (FY) 2010-11 to Rs 2,39,000 during FY 2016-17, an increase of 262.74 per cent, which is more than double in six years, said the Agriculture Minister during the presentation of his ministry’s budget in the State Assembly.

The expected production of food grains and rice will be around 184.23 lakh metric tonnes (MT) and 161.84 lakh MT, respectively, during 2017-18.

The Minister said the System of Rice Intensification (SRI) has been adopted to increase the production of rice at low cost. The state has been able to increase the area of production of aromatic rice varieties like Gobindobhog and Tulaipanji.

The State Government has also attached importance to the production of pulses. The estimated production during 2017-18 has been 4.63 lakh MT while for 2018-19, the target has been fixed at 4.75 lakh MT.

The Department has taken several initiatives to improve the overall economy of state-run farms and to attain self-sufficiency in quality seed production. The farms will engage contractual, daily and piece-rated workers to ensure maximum coverage of the net cultivable area under them.

 

ছয় বছরে বাংলার কৃষকদের আয় দ্বিগুন হয়েছেঃ কৃষি মন্ত্রী

গত ৫ই মার্চ রাজ্যের কৃষিমন্ত্রী বিধানসভায় ২০১৮-১৯ সালের কৃষি বাজেট পেশ করতে গিয়ে বলেন, কৃষকদের বার্ষিক আয় ২০১০-১১১ সালে ছিল ৯১,০১১ টাকা যা ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২,৩৯,০০০ টাকা। প্রায় ২৬২.৭৪ শতাংশ বেড়েছে এই ছয় বছরে।

মন্ত্রী বলেন, কম খরচে চালের উৎপাদন বাড়াতে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রাজ্যে সুগন্ধী চাল যেমন গোবিন্দভোগ ও তুলাইপঞ্জীর উৎপাদন বেড়েছে। যেহেতু ডালের উৎপাদন এ রাজ্যে চাহিদার অনুপাতে কম, সরকার ডালের উৎপাদনেও জোর দিয়েছে।

২০১৭-১৮ সালে খাদ্যশস্য এবং চালের আনুমানিক উৎপাদন হবে যথাক্রমে ১৮৪.২৩ ও ১৬১.৮৪ লক্ষ মেট্রিক টন। ২০১৭-১৮ সালে আনুমানিক ফসল উৎপাদন হবে ৪.৬৩ লক্ষ মেট্রিক টন। রাজ্য সরকার আগামী বছরের জন্য এই লক্ষ্যমাত্রা ৪.৭৫ লক্ষ মেট্রিক টন ধার্য করেছে।

উল্লেখ্য, বীজ উৎপাদনে স্বনির্ভর হতে কৃষি দপ্তর একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।