Latest News

March 9, 2018

Not taking steps to prevent mosquito breeding? Pay penalty

Not taking steps to prevent mosquito breeding? Pay penalty

West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018, has been passed in the Assembly that would allow the imposition of a penalty if steps are not taken to prevent mosquito breeding.

Besides the West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018, the Howrah Municipal Corporation (Amendment) Bill 2018 and the West Bengal Municipal (Amendment) Bill 2018 were also passed in the Assembly on Wednesday.

While discussing the Bills, state Urban Development and Municipal Affairs minister Firhad Hakim said the main intention is not to impose a penalty on anyone but the move will make people aware to do the needful in order to check mosquito breeding.

It may be mentioned that “if the owner or occupier or any person…fails or refuses to take measures…the Commissioner himself or any officer duly authorised by him may take measures and recover the cost of doing the same from the owner or the occupier…and shall also be liable to a penalty which shall not be less than Rs 1,000 but which may extend to Rs 1 lakh only.”

 

মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছেন না? হতে পারে জরিমানা

মশা দমনে কোনও পদক্ষেপ না নিলে, দিতে হবে জরিমানা। এই মর্মে বিধানসভায় পাস হল দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮।

এছাড়া, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮ এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮-ও একই দিনে বিধানসভায় পাস হয়। এই বিলগুলি নিয়ে আলোচনার সময় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এই আইনের উদ্দেশ্য মানুষের থেকে জরিমানা আদায় নয়। এই পদক্ষেপের ফলে মশা দমনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

আইনে বলা হয়েছে, যদি কোনও বাড়ির মালিক নিজে মশা দমনে কোনও ব্যবস্থা না নেন, পুর কমিশনার নিজে বা তাঁর নিয়োগ করা কোনও পুর আধিকারিক ওই স্থানে মশা দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। পাশাপাশি ওই জমির মালিককে জরিমানা দিতে হবে। এই জরিমানার অঙ্ক ১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে হবে।