Latest News

February 21, 2018

Learn different languages but never forget your mother language: Mamata Banerjee

Learn different languages but never forget your mother language: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee paid homage to the language martyrs on International Mother Language Day today. She paid her tributes during a public function at Gangarampur in Dakshin Dinajpur district. Programmes on this occasion are being held across Bengal, down to every block, to observe the day in a befitting manner.

After coming to power, Mamata Banerjee had taken the initiative to construct a memorial for the language martyrs at Desapriyo Park. Another memorial was built near Birla Planetarium in Maidan.

The CM said, “Bangladesh is our neighbour and our friend. India-Bangladesh have long standing ties. I had been to Bangladesh in 2015 on the occasion of 21 February.”

She added, “Bengali is the second most spoken language in Asia, and fifth in the world. We must learn all languages. But we must never forget the importance of our mother languages.”

The CM maintained that Bengal Government had given official recognition to given official recognition to Nepali, Santhali, Hindi, Urdu, Gurmukhi, Rajbongshi, Kamtapuri, and Kuruk languages.

 

সব ভাষাই শিখবো কিন্তু মাতৃভাষাকে ভুলবো না: মুখ্যমন্ত্রী

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১শে। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় মর্যাদার সাথে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস।

আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস।কলকাতার দেশপ্রিয় পার্কে একটি কাঠামো তৈরি করে আমরা প্রথম ভাষা আন্দোলনের অনুষ্ঠান শুরু করেছিলাম। বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে ভাষা শহীদদের জন্য একটি মেমেন্টো তৈরি করা হয়েছে, সেখানেও আজ অনুষ্ঠান হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক চিরকালের। একবার ২১ শে ফেব্রুয়ারি আমি বাংলাদেশে গিয়েছিলাম। ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আমার শ্রদ্ধা।”

“বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে পরিচিত এজন্য আমরা গর্বিত। আমরা সব ভাষাকে সম্মান করি। আমরা সব ভাষাই শিখবো কিন্তু মাতৃভাষাকে কোনওদিন ভুলবো না” বলেন তিনি।