Latest News

February 21, 2018

Bengal Govt to set up master databank of industrial units

Bengal Govt to set up master databank of industrial units

The State Government agency, West Bengal Small Industries Development Corporation (WBSIDC) will undertake a survey of the units in the industrial estates under it in order to draw up a plan to improve the infrastructure related to them like roads, water supply, drainage, etc.

It may be mentioned that during the Left Front regime, but hardly any step was taken by the erstwhile government for infrastructural development of the estates.
Detailed data would be gathered on the around 3,000 units in the 38 industrial estates.
Though the government has already taken up the task of improving infrastructure in the industrial estates, the need for carrying out the survey to prepare a master databank comprising minute details of each unit including export volume, annual turnover, direct and indirect employment, etc. was felt during the Bengal Global Business Summit, while discussing about the industrial estates in various conferences.

 

 

শিল্প ইউনিটের মাস্টার ডেটাব্যাঙ্ক তৈরী করছে রাজ্য

 
রাজ্যের শিল্প ইউনিটগুলির পরিকাঠামোগত সংস্কারের – যেমন রাস্তাঘাট, জল সরবরাহ, নিকাশি ইত্যাদি – জন্য রাজ্য সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম একটি সমীক্ষা চালাবে। ৩৮টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ৩০০০টি ইউনিটে সমীক্ষা হবে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন চলাকালীন এই সমীক্ষার প্রয়োজনীয়তা অনুভুত হয়। কোন ইউনিটের কত রপ্তানি হয়, কার বার্ষিক টার্নওভার কত, কোন ইউনিটে কতজন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিযুক্ত, ইত্যাদি – এই সব খুঁটিনাটি তথ্য নিয়ে তৈরী হবে একটি মাস্টার ডেটাব্যাঙ্ক।
রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এই ইউনিটগুলির পরিকাঠামো সংস্কার করার জন্য। প্রসঙ্গত, বাম আমলে শিল্প ইউনিটের উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের পক্ষে।

Source: Millennium Post