February 11, 2018
Bengal Govt’s latest tourist district to span a period of 1,500 years

The State Government is planning to set up Bengal’s newest tourist district by combining two sets of historical sites. It would be unique because of the fact that it would encompass two diverse time periods, separated by 1,500 years.
The 15 square kilometre area in Kodalia in South 24 Parganas district, on the southern fringes of Kolkata, would combine Netaji Subhas Chandra Bose’s ancestral house, named Haranath Lodge, and hamlets with Buddhist ruins, the former dating from the 18th century while the latter from the 5th century AD.
Haranath Lodge was built by Netaji’s grandfather, Haranath Bose in 1750 on 10 cottahs. Netaji spent a large part of his childhood here. A Durga Puja is being held here for the last 250 years. Three kilometres away from the house is a group of temples belonging to the family. The house is known in local circles as ‘Subhaser Bari’.
The site linked to Buddhism is made up of the twin hamlets of Tilpi and Dhosa, located near Gocharan. They contain Buddhist ruins dating back to the 5th-century AD. Earliest remains at the above-mentioned site date back to the 1st-century BC, and the highly evolved culture survived till the 15th century.
These places contain two of the 22 Buddhist stupas believed to have been visited by the famous Chinese explorer Fa Hien. The site also contains an ancient furnace, in which smiths used to melt silver, copper and iron, to cast them into coins. Several artefects, including busts of the Buddha, Yakshi figuirines and terracotta plaques, have been recovered from here.
Both Haranath Lodge and the Buddhist site are currently being restored by the State Government, the latter by the State Archaeology and Public Works (PWD) Departments at a cost of Rs 77 lakh. The State Government has decided to confer heritage status to the house and set up a small museum there.
Netaji’s house is extremely popular and is visited by both national and international tourists. By combining it with the Buddhist site, the government would ensure that the latter too gets the fame and attention it deserves.
কোদালিয়াতে ‘পর্যটন জেলা’ তৈরীর পরিকল্পনা রাজ্যের
রাজ্য সরকার নতুন একটি পর্যটন জেলা তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। দুটি ঐতিহাসিক স্থলকে যুক্ত করে তৈরী হবে এই কেন্দ্র। এটি একটি অভিনব উদ্যোগ কারণ এই দুই ঐতিহাসিক স্থপতির সময়কালের ব্যবধান প্রায় ১৫০০ বছর।
দক্ষিণ ২৪ পরগনা জেলার কোদালিয়া অঞ্চলে নেতাজীর স্মৃতিবিজড়িত বাড়ি আছে, যার নাম হরনাথ লজ। এই বাড়িটি অষ্টাদশ শতাব্দীতে তৈরী। এছাড়া, পঞ্চম শতাব্দীর কিছু বৌদ্ধিক ধ্বংসাবশেষ এই অঞ্চলে আছে।
এই হরনাথ লজ ১৭৫০ সালে ১০ কাটা জমির ওপর হরনাথ বসু তৈরী করেন। নেতাজী তাঁর শৈশবের বহুদিন এখানে কাটিয়েছেন, এই বাড়ির দুর্গাপুজো ২৫০ বছর পুরোনো। এই বাড়ির ৩ কিলোমিটার দূরে ওই পরিবারের অনেকগুলি মন্দির আছে। এই বাড়িটি স্থানীয় অঞ্চলে সুভাষের বাড়ি হিসেবে পরিচিত।
গোচরনের কাছে যে অঞ্চলটিতে পঞ্চম শতাব্দীর বৌদ্ধ ধ্বংসাবশেষ আছে, সেখানে দুটি ছোট গ্রাম আছে, তিলপি ও ধোসা। এখানে ২২টি বৌদ্ধ স্তুপ আছে যার মধ্যে ২টি চৈনিক পরিব্রাজক ফা হিয়েন পরিদর্শন করেছিলেন। এখানে প্রাচীন অগ্নিকুণ্ড আছে, যেখানে রুপো, তামা, লোহা গলিয়ে মুদ্রা তৈরী করা হত। এছাড়া আরও অনেক প্রাচীন শিল্পকলার নিদর্শন এখান থেকে সংগ্রহ করা হয়েছে।
এই মুহূর্তে রাজ্য সরকার ৭৭ লক্ষ টাকা খরচ করে বৌদ্ধিক স্থানটির রক্ষণাবেক্ষণ করছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হরনাথ লজকে হেরিটেজ তকমা দিয়ে ওখানে একটি সংগ্রহশালা তৈরী করবে।
আশা করা যায় এই নতুন পর্যটন জেলা তৈরী হলে এই অঞ্চলের জনপ্রিয়তা বাড়বে।
Source: Times of India