Latest News

February 3, 2018

Bengal Govt hikes wage for tea garden workers

Bengal Govt hikes wage for tea garden workers

A tripartite meeting between the Bengal Government, the managements of tea gardens and trade unions has settled for a hike in the daily wages of tea garden workers by Rs 17.50. The revised daily wages will now be hiked from Rs 132.50 to Rs 150.

The talks were held at Uttarkanya, the mini secretariat in Jalpaiguri.

Now the State Government is also distributing 35 kg of foodgrain per worker under the Khadya Sathi Scheme.

 

চা শ্রমিকদের মজুরি বাড়াল রাজ্য সরকার

চা শ্রমিকদের মজুরি বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার। বর্তমানে চা শ্রমিকরা দৈনিক মজুরি পান ১৩২ টাকা ৫০ পয়সা। এবার সাড়ে ১৭ টাকা বেড়ে তা হল ১৫০ টাকা। ২০১১ সালের আগে বাম আমলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। গত ছ’বছরে বেড়ে তা হয়েছে দ্বিগুণেরও বেশী। এর পাশাপাশি চা শ্রমিকদের সুবিধার জন্য সরকারের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় রেজিস্টার্ড চা বাগানের সংখ্যা ২৮২। এছাড়া আরও কিছু ছোট চা বাগান রয়েছে।

২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চা শ্রমিকদের মজুরি ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৯৭ টাকা করেছিলেন। বছর দুয়েকের মধ্যে তা বাড়িয়ে করা হয় ১৩২ টাকা ৫০ পয়সা। এবার তা আরও বাড়িয়ে করা হল ১৫০ টাকা।

এর পাশাপাশি চা শ্রমিকদের অন্য নানারকম সমস্যা নিয়ে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী, চা শ্রমিকদের সমস্ত সংগঠন এবং চা বাগানের মালিকরা।

প্রসঙ্গত, চা শ্রমিকদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হয়, ৩৫টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রেশনের চাল দেওয়া হয়। ১২ লক্ষও ৯ হাজার শ্রমিক পরিবার ওই চাল পায়। এছাড়া, রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের চিকিৎসা, পানীয় জল, বিদ্যুৎ সহ নানা সাহায্য দেওয়া হয়।

Source: Millennium Post