December 20, 2017
State Govt to create 1,220 posts

At a recent Cabinet meeting, the Bengal Government decided to create 1,220 posts for various categories of jobs.
Five investigation centres for crimes against women would employ 94 people. Three new police stations – Narendrapur, Palashipara and Tamna – would employ 52, 37 and 42 personnel, respectively.
Fifteen posts would be created after the upgrading of the 60-bedded Kotalpur Hospital in Bishnupur to an 80-bedded one. Territory care cancer centres will come up at Burdwan Medical College and Hospital and Sagar Dutta Hospital, for which a total of 35 posts would be created. Twenty more posts have been created for the critical care unit in Frazerganj.
Besides these, many drivers for vehicles employed by the various departments and Karmabandhus (sweepers) would be given employment.
রাজ্যে আরও ১২২০ জনের কর্মসংস্থান
রাজ্যে ১২২০টি নয়া চাকরির সুযোগ। পুলিশ, চিকিৎসাক্ষেত্র, কর্মবন্ধু, অর্থদপ্তর মিলিয়ে রাজ্যে ১২২০টি নতুন পদ তৈরী হল। নতুন থানা বা মহিলা তদন্তকেন্দ্র তৈরীর পাশাপাশি চিকিৎসা পরিষেবার, বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের স্বার্থে কিছু প্রকল্প রুপায়নের জন্যই লোক নেবে সরকার।
মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকে নির্দেশ দেন গ্রামের কোনও প্রকল্প ফেলে না রাখতে, বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে বাড়তি নজর দিতে বলেন।
নরেন্দ্রপুর থানার জন্য ৫২টি, পলাশি পাড়া থানার জন্য ৩৭টি, তামনা থানার জন্য ৪২টি ও নতুন পাঁচটি মহিলা তদন্তকেন্দ্রের জন্য ৯৪টি নতুন পদ তৈরী হল। বাঁকুড়ার কোতলপুর হাসপাতালকে ঢেলে সাজানো হবে, শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে ৮০তে। সেখানে চিকিৎসক ও অন্যান্য কর্মী নিযুক্ত হবে ১৫জন। বর্ধমান ও ব্যারাকপুর সাগর দত্ত মেডিক্যালে টেরিটরি ক্যান্সার সেন্টার গড়া হবে, এখানেও নিযুক্ত হবেন ১৫জন। ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর এলাকায় ক্রিটিকাল কেয়ার ইউনিট গোঁড়ার জন্য ২০টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মবন্ধু ও চালক পদে নিযুক্ত হবেন ৭৩ জন।
Source: Sangbad Pratidin