Latest News

December 14, 2017

WBTC bus drivers and conductors get new uniforms

WBTC bus drivers and conductors get new uniforms

In order to give them an identity makeover, West Bengal Transport Corporation (WBTC) has introduced a uniform for the drivers and conductors, as well as the inspectors, of its buses.

The shirt is sky blue in colour while the trousers are dark blue. Significantly, the two chest pockets are imprinted with the identifiers of two of the most-recognised projects of the Bengal Government. The right pocket has written on it ‘Safe Drive Save Life’, the government’s landmark and very well-received safe driving project, while on the left pocket is the blue-green-yellow logo of Biswa Bangla, the government’s all-encompassing brand for all things Bengal.

There are 2,347 drivers and 2,398 conductors manning the 1,300 buses of the WBTC. In addition, there are a large number of inspectors. All are required to wear the uniform. Initially, two sets of uniforms are being given to them.

Over the last six years, since the Trinamool Congress Government has been in power, the transport sector of Bengal has seen a marked change. New and state-of-the-art buses, new routes, app for tracking buses, improved social benefits for the workers, and now, new uniforms – it has been good fortune all the way.

রাজ্য সরকারের বাসের ড্রাইভার ও কন্ডাক্টররা পাবেন নতুন উর্দি

এক নতুন পরিচিতি তৈরি করার লক্ষ্যে রাজ্য পরিবহণ নিগম একটি উর্দি দিচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ইন্সপেক্টরদের।

জামাটি হবে আকাশী নীল রঙের ও প্যান্ট হবে গাড় নীল রঙের। জামায় বুক পকেটে থাকবে দুটি। এই পকেট দুটিতে রাজ্যের সবচেয়ে বিখ্যাত দুটি প্রকল্প মুদ্রিত থাকবে। ডান পকেটে লেখা থাকবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং বাম পকেটে থাকবে বিশ্ব বাংলার লোগো।

এই মুহূর্তে ২৩৪৭ জন ড্রাইভার, ২৩৯৮ জন কন্ডাক্টর ১৩০০টি বাস চালান। প্রচুর সংখ্যায় ইন্সপেক্টর আছে, সবাইকে এই উর্দি পরতে হবে। প্রাথমিক ভাবে দু জোড়া উর্দি দেওয়া হবে সবাইকে।

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা পাওয়ার পর আমুল পরিবর্তন এসেছে পরিবহণ দপ্তরে। অত্যাধুনিক বাস, নতুন রুট, বাস ট্র্যাক করার অ্যাপ, কর্মীদের জন্য উন্নত সামাজিক পরিষেবা এবং এবার নতুন উর্দি-এটা সব দিয়েই ভালো দপ্তরের জন্য।
Source: Aajkal