May 29, 2017
Bengal govt to set up mini Mother and Child Hubs for infants and children

Four Mini Mother and Child Hubs are being set up in three districts of Bengal – in Silanpur and Sujapur in Malda district, at Anupnagar in Murshidabad district and in Jalpaiguri.
These 50-bedded facilities would be built at Rs 12 crore each.
Six full-fledged Mother and Child Hubs have recently been started at the Uluberia, Murshidabad and Nadia District Hospitals, and at the Calcutta, Bankura Sammilani and Malda Medical College Hospitals.
Three more are going to come up within this year at Jalpaiguri District Hospital, Midnapore Medical College Hospital and Cooch Behar Medical College Hospital.
Mother and Child Hubs are facilities, mostly set up in district hospitals and medical college hospitals, where infants and their mothers get full care in the first few days after delivery. It is a concept of Chief Minister Mamata Banerjee, who also heads the State Health Department.
‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করবে রাজ্য সরকার
আমাদের রাজ্যে আগের তুলনায় শিশু এবং প্রসূতির মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। মু্খ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রসবের পর প্রসূতি ও শিশু, উভয়ই সুস্থ থাকছে। এই কাজের অঙ্গ হিসাবেই চারটি ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করা হবে।
মালদহের সিলানপুর ও সুজাপুর, মুর্শিদাবাদের অনুপনগরে এবং জলপাইগুড়িতে এই ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী হবে। প্রত্যেকটি হাবে ৫০টি করে শয্যা থাকবে। ১২ কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এগুলি।
এছাড়াও ন’টি জায়গায় পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাবও গড়া হচ্ছে। যার মধ্যে ছ’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ জেলা হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাব চালু হয়েছে।
জলপাইগুড়ি জেলা হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোচবিহার জেলা হাসপাতাল চলতি বছরের মধ্যে চালু হয়ে যাবে।