May 24, 2017
Sabuj Sathi Scheme helps in making a dream come true

Bengal Chief Minister Mamata Banerjee’s brainchild, the Sabuj Sathi Scheme, is now spawning travel enthusiasts well.
From childhood, Tirthakumar Roy, of Paharpur Natuapara in Jalpaiguri district, had always wanted to explore the natural and cultural diversity of Bengal. Over the past year, this 19-year-old is making that come true on board the bicycle he got through the State Government’s Sabuj Sathi Scheme last year, when he was in class XI.
Despite the pressure of studies, he is making good on his wish, such is his enthusiasm. He started his journey from his hometown on March 16, 2016. He has covered the districts of Cooch Behar, Alipurduar, Darjeeling, Uttar Dinajpur , Dakshin Dinajpur. The GPS on his mobile phone helps him find his way along.
Since he was studying in class XII over the last year, he carried his books along. Wherever he went, he studied at the local school with permission.
After his Higher Secondary exams got over on March 27, on April 14 this year, he again started off on his journey. Wherever he has went, the local administration has helped him. He has plans to cover 341 blocks of the State.
Through his journey, Tirthankar has proved that where there is a will, there is a way, and Sabuj Sathi is there to help him along.
স্বপ্ন পূরণ করল ‘সবুজসাথী’র সাইকেল
গোটা বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ দেখার ইচ্ছে–পূরণে ছাত্রের বাহন ‘সবুজসাথী’।
অচেনাকে চেনার আনন্দ উপভোগ ও খুব ছোটবেলায় বইয়ের পাতায় পড়া বিভিন্ন জেলার প্রকৃতি, চাষবাস কিংবা মানুষের সংস্কৃতিকে নিজের চোখে দেখার ইচ্ছে ছিল জলপাইগুড়ির পাহাড়পুর নাটুয়াপাড়ার বাসিন্দা তীর্থকুমার রায়ের। কিন্তু কমবয়স ও আর্থিক কারণে তার মনের ইচ্ছেপূরন হয়ে ওঠেনি। ২০১৬ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় সরকারি সবুজসাথী প্রকল্পের সাইকেল হাতে পেয়ে রাজ্যভ্রমণে আর দেরি করেনি সে।
গত বছরের ফেব্রুয়ারিতে আঠারো বছর বয়স পূর্ণ হতে সেই সাইকেল নিয়েই তীর্থ বেরিয়ে পড়েছে রাজ্যের মোট ৩৪১টি ব্লকে। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র সব ঘুরে দেখার উদ্দেশ্যে। তার ইচ্ছে সব ব্লক ঘুরে দেখা শেষে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে।
১৯ বছরের তীর্থ জানাল, ২০১৬ সালের ১৬ মার্চ পাকাপাকিভাবে বেরিয়ে সে পড়ে রাজ্যের জেলা সফরে। প্রথমে কোচবিহার, আলিপুরদুয়ার দিয়ে শুরু করে সাইকেলে পাড়ি দিয়েছে দার্জিলিংয়েও। সেখান থেকে ফিরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। পড়াশোনার জন্য বই সঙ্গেই থাকত। রাস্তায় যখন যেখানে থেকেছে সেখানের স্কুলে অনুমতি নিয়ে ক্লাস করেছে তীর্থ। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দিনাজপুরে প্রশাসনিক ভবনে সাইকেল রেখে বাড়ি ফিরে যায়। ২৭ মার্চ পরীক্ষা শেষে ১৪ এপ্রিল সে আবার যাত্রা শুরু করে মালদা থেকে।
আগামীদিনে পড়াশোনার পাশাপাশি এভাবেই চলতে থাকবে সাইকেল যাত্রা। বীরভূম ও মুর্শিদাবাদের কিছু ব্লক ঘুরতে বাকি আছে। নদীয়া শেষ করে আগামীতে বাকি জেলাগুলি শেষ করবে। তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সে জানাবে, তার দেওয়া সবুজ সাথী সাইকেল না থাকলে তার এই সাধপূর্ণ হত না।