Latest News

May 18, 2017

State Govt to set up ‘budget hospitals’ across Bengal

State Govt to set up ‘budget hospitals’ across Bengal

Chief Minister Mamata Banerjee has come out with a new concept for Bengal’s health sector – ‘budget hospital’.

A plan to set up such a hospital at the SSKM Hospital campus in Kolkata had already been taken. Now, a decision has been taken to set up similar Government hospitals across the State.

The five medical college hospitals in Kolkata, viz., SSKM Hospital, Medical College Hospital, RG Kar Medical College Hospital, NRS Medical College Hospital and National Medical College Hospital, Burdwan Medical College Hospital, North Bengal Medical College Hospital and Bankura Sammilani Medical College Hospital, among other hospitals, would build such hospitals within their campuses.

These hospitals would be equipped with facilities like private cabins with ACs and TVs, single, double and four-bedded cabins, ICUs, etc. The user charges would be decided later.

These budget hospitals would serve a two-fold purpose: the rush of patients at the general hospitals would lessen as patients with better means would find an alternative inside the same campuses; as a result of competition, private hospitals would have to bring down their costs.

 

The image is representative

 

 

‘বাজেট হাসপাতাল’ তৈরী করবে রাজ্য সরকার

বাংলার স্বাস্থ্য ব্যাবস্থাকে আরও উন্নত করতে এক অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। মধ্যবিত্তদের জন্য তৈরী হবে বাজেট হাসপাতাল। পিজি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলাতেও এই হাসপাতাল তৈরির নির্দেশ দিলেন তিনি।

কলকাতার পিজিসহ পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা ছাড়াও বর্ধমান, উত্তরবঙ্গ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কর্তারা শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে।

এসি-টিভিতে সাজানো ঝাঁ চকচকে সিঙ্গল, ডবল, ফোর বেডের কেবিন, ওয়ার্ড, আইসিইউ—সবই থাকবে সেখানে। খরচ নিশ্চিতভাবেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।

‘বাজেট হাসপাতাল’ করলে একসঙ্গে একাধিক লক্ষ্যপূরণ হবে। প্রথমত, রোগীর চাপ কিছুটা হলেও কমবে। যাঁদের কিছুটা আর্থিক সামর্থ্য আছে, তাঁরা একই ক্যাম্পাসের মধ্যে বাজেট হাসপাতালে রোগীকে ভরতি করতে পারবেন। দ্বিতীয়ত, প্রতিযোগিতার বাজারে বেসরকারী হাসপাতালগুলি খরচ কমাতে বাধ্য হবে। তৃতীয়ত, কর্পোরেট হাসপাতালে চিকিৎসার খরচ দিতে গিয়ে হয়রান মধ্যবিত্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।