Latest News

April 20, 2017

Another set of 22 bike taxis to be introduced in Rajarhat, New Town

Another set of 22 bike taxis to be introduced in Rajarhat, New Town

The Benngal Transport department on Wednesday introduced another set of 22 bike taxis that will serve as last-mile connectivity vehicles in Rajarhat and New  Town respectively.

The Transport department had already introduced around 21 bike taxis for Rajarhat and New Town on March 16. The bike taxis were named as K Bike Taxi.

The state Transport department had framed a set of guidelines that all the operators of bike taxis will have to follow. Such guidelines have been framed considering the safety and security of passengers.

Panic buttons have been made mandatory in the bike taxis and at the same time the fare will also be controlled by the transport department. Moreover, riders of the bike taxis will carry an additional helmet that the pillion rider might need to put on while availing the service. At the same time, raincoats for pillion riders during the monsoon season will also be provided.

 

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি। ইতিমধ্যেই মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। বাইক ট্যাক্সি গুলির পোশাকি নাম রাখা হয়েছে ‘কে বাইক ট্যাক্সি’।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে।

বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম; পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহণ দপ্তর। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।