Latest News

February 22, 2017

JICA to fund a Rs 2000 crore industry hub in Howrah

JICA to fund a Rs 2000 crore industry hub in Howrah

Kolkata’s twin city Howrah is regaining its lost glory under Mamata Banerjee.

As an important offshoot of the recent Bengal Global Business Summit, Japan International Cooperation Agency (JICA) will fund a Rs 2,000-crore industrial hub project either in Howrah where Howrah Municipal Corporation (HMC) has plots ready for handover. The hub is expected to generate 15,000-20,000 direct jobs.

HMC sources said that JICA will fund the hub with modern infrastructure. It will have its own underground water reservoir, booster pumping station, power stations, two effluent treatment plants along with sewage facilities, a large number of industrial sheds for MSME units and roads. It will also have its own fire safety system.

MSME units that will shift from elsewhere in Howrah to the hub or new industries that take sheds there will be assisted in marketing their produce.

 

জিকার সাহায্যে হাওড়ায় গড়ে উঠবে ২০০০ কোটির শিল্প হাব

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছরে দীর্ঘ-উপেক্ষিত হাওড়া তার হৃত গৌরব অনেকটাই ফিরে পেয়েছে। এবার হাওড়া জেলার জন্য আরেকটি সুখবর নিয়ে এল জাপানি সংস্থা জিকা।

সদ্য সমাপ্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে জাপান ইন্টারন্যাশানাল কর্পোরেশন এজেন্সি (জিকা) হাওড়ায় একটি শিল্প হাব গড়তে উদ্যোগী হয়েছে। এই শিল্প হাব গড়তে বিনিয়োগ করা হবে ২০০০ কোটি টাকা; আনুমানিক ১৫ থেকে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অত্যাধুনিক পরিকাঠামোয় তৈরি হবে এই ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে নিজস্ব ভূগর্বস্থ জলাধার, বুস্টার পাম্পিং স্টেশন, বিদ্যু९ কেন্দ্র ও অন্যান্য সুবন্দোবস্ত থাকবে। অনেক রাস্তা থাকবে এই হাবের মধ্যে। সঙ্গে থাকবে নিজস্ব অগ্নি নির্বাপণ ও জল নিকাশি ব্যাবস্থা।