February 20, 2017
Full-fledged cultivation of Singur land by February end

Cultivation of crops on the entire 997 acre of land in Singur will start in full swing by the end of February.
The state government had returned the plots in cultivable condition to farmers in Singur following the Supreme Court’s verdict. The Apex Court had directed the state government to return the land within 12 weeks. The Mamata Banerjee government had completed the task much ahead of the deadline.
Mamata Banerjee government took elaborate schemes to ensure cultivation of crops on the acre of the land that had almost turned barren with construction of sheds and other facilities of the automobile factory. A total of 56 submersible pumps were installed and irrigation facility has also been restored. There was already full-fledged cultivation of mustard, potato and pulses on 500 acre of land and the growth of the crops in record time has removed doubts from the mind of the farmers who were brainwashed by some people with vested interest that cultivation would be next to impossible on the “barren land”. Sowing of paddy seeds has also started on the land.
Now, by the end of February, the remaining work to help farmers for a better cultivation would get completed.
সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক
সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা, পিডব্লুডি–র প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য কৃষি দপ্তরের সহকারী আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না প্রমুখ। কাজের অগ্রগতি ছাড়াও কোথায় খামতি রয়েছে, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় তা নিয়েই হয় এদিনের বৈঠক।
এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘রবিশস্য চাষ শুরু হয়েছে। ৫০০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে। চাষের জমি আরও বাড়ানোর কাজ চলছে। আগামী সপ্তাহে আলু তোলা হবে। সেই সময় আমি উপস্থিত থাকব।’
সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে যাতে সিঙ্গুরের জমিতে উৎকর্ষ মানের চাষ সম্ভব হয়, সে–ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ একরের বেশি জমিতে চাষ শুরু হয়েছে। ৫৬টি অগভীর নলকূপ বসানোর কাজও শেষ। একই সঙ্গে সেই নলকূপগুলি চাষের কাজে ব্যবহার শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি জমিতেও চাষ শুরু হবে।