February 16, 2017
WB Govt bringing new Bill for the conservation of wetlands

In a bid to strengthen the regulatory framework for the conservation of the East Kolkata Wetlands, the Bengal Government is planning to introduce a Bill, titled ‘The East Kolkata Wetland (Conversion and Management) Amendment Bill, 2017’ during the ongoing Budget Session.
Chief Minister Mamata Banerjee has often highlighted the need for strict administrative vigilance regarding the protection of wetlands in the State, and this Bill is a result of that.
The conservation of the East Kolkata Wetlands is essential for preserving the balance of nature, as it acts, among other things, as a natural waste management system for the city of Kolkata. During the previous Left Front Government, significant portions of the East Kolkata Wetlands were filled up illegally for the construction of houses. This Bill would help in the safeguarding of this natural urban waste management system.
জলাজমি সংরক্ষণের ক্ষেত্রে নতুন বিল আনছে রাজ্য
জলাশয়গুলিকে সংরক্ষণ করার ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বিধানসভায় বাজেট অধিবেশনে জলাশয় সংরক্ষণ বিল এনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোগী হল রাজ্য সরকার।
এই বিলে ‘জলাশয় সংরক্ষণ কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে। ‘দি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭’ র মধ্যে দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করে রাজ্যবাসীর স্বার্থে সেগুলিকে সংরক্ষণ করা সরকারের মূল লক্ষ্য।
বাম আমলে যেখানে একের পর এক জলাশয় বুজিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে নির্মাণ কাজ চলেছিল, তার ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই দিকটি বিশেষভাবে নজর দেওয়া হয়।
Picture source: wikimapia.org