February 11, 2017
Bengal to have special fund for note ban-hit workers, farmers

Criticising the central government’s demonetisation move, West Bengal Finance Minister Dr Amit Mitra on Friday proposed Rs 50 crore to assist workers who lost their jobs due to the note ban.
Dr Mitra, in his budget presentation, also proposed a Rs 100 crore special fund for farmers and agricultural workers who suffered due to the demonetisation.
“There are many workers who have lost their jobs due to demonetisation and came back to the state. They have been suffering a lot. I am proposing to give one-time financial assistance of Rs 50,000 each to 50,000 jobless workers so that they could start their own venture. For this, I allocate a fund of Rs 50 crore in this budget,” Dr Mitra said.
“Farmers and agricultural workers, who depend on cooperative loans, have suffered a lot after implementation of note ban. I propose a Rs 100 crore special fund in order to alleviate their hardships,” he said.
Terming the note ban as an ‘unprecedented’ move, he said scrapping of higher value notes have not only impacted the small and medium enterprises but also destroyed the entire supply chain across sectors. “It adversely impacted the growth prospect of the country’s as well as states’ economy,” the Minister said.
Mamata Banerjee has been a vocal critic of note-ban and she was the first leader in the country to strongly protest against the move.
কেন্দ্রের নোটবন্দির ক্ষতে প্রলেপ রাজ্য বাজেটে
প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিক বিরোধিতা যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কখনও সামনে এসেছে, কখনও হতোদ্যম হয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু মানুষের স্বার্থে লড়াই ছাড়েননি মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য বাজেটে নোটবন্দিতে জর্জরিত মানুষের খানিকটা স্বস্তি আসতে পারে, এমন জল্পনা ছিলই। প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিনের বাজেটের গোড়াতেই কেন্দ্রীয় নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। স্বভাবসিদ্ধ নিচু গলাতেই তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের উপর বজ্র্পাতের উপর নেমে এসেছে। গোদের উপর বিষফোড়ার মতো আছে পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের ভার। সে সব সামলেই বাজেটে রাজ্যের মানুষকে নয়া দিশা দেখাতে বদ্ধপরিকর মমতা সরকার। আর তাই বেশ কয়েকটি অভিনব ঘোষণা পাওয়া গেল অর্থমন্ত্রীর থেকে।
কী কী ঘোষণা অর্থমন্ত্রীর?
১) নোটবন্দির জেরে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে বহু দক্ষ কারিগরকে। তাঁদের সুবিধার জন্য পঞ্চাশ হাজার কারিগরকে এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।
২) নোট বাতিলের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাঁদের জন্য ১০০ কোটির তহবিল গঠন করা হয়েছে।
৩) নোটবন্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরাও। তাঁদের জন্য গঠন করা হয়েছে ৫০ কোটির তহবিল। এছাড়া ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে ২০ লক্ষ করা হয়েছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা তাঁদের নূন্যতম ভ্যাটের আওতায় আনা হয়েছে।