Latest News

February 3, 2017

Bengal Govt launches e-Vahan service for online registration of vehicles

Bengal Govt launches e-Vahan service for online registration of vehicles

Bengal Government launches ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on Thursday. The service will be extended to the rest of the State by March 31, Transport Minister said.

The objective behind taking this step is to bring more transparency to the entire process of tax collection and, secondly, to create a smart system so that people can pay taxes online without having to visiting the motor vehicles office – where they often face inconvenience.

To make payments through the e-vahan service, a citizen needs to go to the e-vahan website and register themselves by filling up all necessary details.

 

গাড়ি বাইকের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা

নতুন বাইক কিংবা গাড়ি কেনার পর অনলাইনে রেজিস্ট্রেশন ও করদানের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র কলকাতা পুরসভা অঞ্চলে এই পরিষেবা শুরু করা হলেও আগামি ৩১সে মার্চের মধ্যে এই পরিষেবা সারা রাজ্যে পাওয়া যাবে, এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী।

এই পরিষেবার ফলে পুরসভার কর আদায়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং মানুষের হয়রানিও অনেকটাই কমবে।

এই পরিষেবার মাধ্যমে গ্রাহককে ই-বাহন এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করলেই এই পরিষেবা পেতে পারবেন।