Latest News

January 18, 2017

Tourism circuit to connect Belur Math, Dakshineswar, Kuthighat & Kashipur Garden House

Tourism circuit to connect Belur Math, Dakshineswar, Kuthighat & Kashipur Garden House

A waterway tourism circuit is being conceived covering the religious destinations of Belur Math, Dakshineswar, Kuthighat and Kashipur Garden House.

The jetty ghats in the four places would be the connecting points for the waterway circuit. For this reason, the ghats are being renovated, and the work is almost at the last phase. Ferry services would start soon.

Not just these above-mentioned places, but many other places along the Hooghly would soon be connected to Belur via water crafts.

The State Transport Department is well on its way to implementing the project, and it is hoped that this would be another feather in the cap of Bengal’s tourism infrastructure.

Image Source: Tripadvisor

 

বেলুড় মঠ, দক্ষিণেশ্বরকে জুড়বে সার্কিট-জলপথ

‘বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কুঠিঘাট ও কাশীপুর উদ্যানবাটি ঘিরে ‘সার্কিট-জলপথ’ গড়ে তোলা হচ্ছে। জলপথে সংশ্লিষ্ট ঘাটগুলিকে যুক্ত করা হবে। সেই কারণেই ওই জেটিঘাটগুলিকে সংস্কারের কাজ চলছে। শীঘ্রই এই ঘাটগুলির মধ্যে ফেরি-সার্ভিস চালু করা হবে।’ গত বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মদিবস উপলক্ষে বেলুড় মঠে জাতীয় যুবদিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন তিনি বলেন, বেলুড় মঠ থেকেই কামারপুকুর-জয়রামবাটি, গড়িয়া-সহ বিভিন্ন জায়গায় বাস-সার্ভিস চালু হয়েছে। এবার জলপথেও বেলুড় মঠের সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা আরও উন্নত করা হচ্ছে। সেই লক্ষ্যেই বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কুঠিঘাট ও কাশীপুর উদ্যানবাটি ঘিরে সার্কিট জলপথ গড়ে তোলা হচ্ছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে, শীঘ্রই তা চালু হয়ে যাবে। এই জেটিঘাটগুলিরও সংস্কার করা হচ্ছে, আধুনিক মানের ঝাঁ-চকচকে করে গড়ে তুলে সৌন্দর্যায়ন ঘটানো হচ্ছে।

অনুষ্ঠানে কলকাতার মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চ্যাটার্জিও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে বেলুড় মঠে স্বামীজির জন্মদিন উপলক্ষে যুবদিবস পালিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি হয়। বিশেষ পুজোপাঠেরও আয়োজন করা হয়। এদিন বেলুড় মঠে ভক্তদের উপচেপড়া ভিড় হয়েছিল। দেশ-বিদেশের অগণিত ভক্ত এদিন বেলুড় মঠে এসেছিলেন।