January 13, 2017
13 January 2016
প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদের ঝড়
দেশে তুঘলকি শাসন চলছে। একনায়কতন্ত্র। জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ মরছে। দশ কোটি বেকার। অর্থনীতির সর্বনাশ। চাষ বন্ধ। দেশে দুর্ভিক্ষ হতে পারে। এই সময় আমি মানুষের পাশে দাঁড়াব, নাকি ধান-দূর্বা দিয়ে মোদী বাবুর পুজো করব। প্রতিবাদ করছি বলেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। চিটফান্ড তৈরি করেছে সিপিএম। তাদের লালন পালন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন নেতারা। তাদের ধরার নাম নেই।