January 9, 2017
Modi Hatao Desh Bachao: Trinamool launches countrywide protests

The country-wide protests of Trinamool Congress against the political vendetta of the Centre and the arbitrary decision of the Narendra Modi Government to demonetise high-value bank notes started today, with party MLAs and senior leaders demonstrating outside the Reserve Bank of India (RBI) and the CGO Complex in Salt Lake. The protests would continue for the next three days.
Mamata Banerjee has been carrying out her fight against demonetisation that has claimed more than 110 lives and that has has led to a huge loss for the entire country.
The demonstrations started from 9 am and will continue till 6 pm on all the three days at both the RBI and the CGO complex.
At the same time, protest marches would also take place in other States.
আজ থেকে দেশজুড়ে তিনদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের
রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের বিরুদ্ধে দেশ জুড়ে তৃণমূলের প্রতিবাদ অব্যাহত। আজ থেকে আন্দোলনের রূপরেখা নিয়ে আরও একবার পপ্তহে নামছে তৃণমূল। আজ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে এই প্রতিবাদ কর্মসূচি।
নোট বাতিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলবে। নোট বাতিলের ফলে ১১১ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আজ একদিকে কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের অফিসের সামনে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি করবে বিধায়ক ও মন্ত্রীরা।অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের সামনে প্রতিবাদে সামিল হবেন দলের অন্য নেতারা।
রিজার্ভ ব্যাঙ্ক ও সিজিও কমপ্লেক্সে এই কর্মসূচি শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
একইসঙ্গে ভিন রাজ্যেও চলবে প্রতিবাদ সভা।