October 17, 2016
Trinamool announces the names of candidates for bypolls
Secretary General of Trinamool Congress Partha Chatterjee today announced the names of candidates for the by-elections to be held on 19 November.
Dibyendu Adhikary will be the candidate from Tamluk Lok Sabha constituency while Saikat Panja will be fighting from Monteswar Vidhan Sabha constituency. The name of the candidate for Coochbehar Lok Sabha seat will be announced soon, Partha Chatterjee said adding that Mamata Banerjee had given her approval to the names of the candidates.
Tamluk Lok Sabha seat fell vacant after sitting MP Suvendu Adhikari contested and won the Vidhan Sabha polls from Nandigram. Cooch Behar Lok Sabha seat fell vacant due to the passing of MP Renuka Sinha. The death of Sajal Panja, MLA of Monteswar, necessitated bypoll to the Assembly constituency.
১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
আজ ১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন উপনির্বাচনের প্রার্থীদের নামে অনুমোদন দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২টি লোকসভা কেন্দ্রে এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা হবে ২২ নভেম্বর।
তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন দিব্যেন্দু অধিকারী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন সৈকত পাঁজা। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
তমলুক লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হওয়ার পর ওই আসনটি খালি হয়ে যায়। কোচবিহারের সাংসদ রেণুকা চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার মৃত্যুর কারণে এই লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।