September 12, 2016
Won’t allow violence in the name of religion: Bengal CM

In the course of a press conference at Nabanna today, Chief Minister Mamata Banerjee came down strongly on the incidents reported from several places last night of vigilante groups going around looking for cows tied up to be slaughtered for Bakr Eid, and releasing them.
She said, this is an attempt to create disharmony among the people on the basis of religion, and warned everyone against playing such dirty games.
The Chief Minister said that all festivals are celebrated in Bengal with equal fervour and that, India being a secular country, no one will be allowed to spread violence in the name of religion. She requested everyone to refrain from getting provoked by untoward elements bent on spreading hatred.
Mamata Banerjee has always stood for the equality of all religions. As she said, “Everyone has the right to follow any religion”, and also eat according to one’s wishes.
ধর্মের নামে হিংসা বরদাস্ত করব নাঃ মুখ্যমন্ত্রী
আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বখরি ঈদে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন সামনেই বখরি ঈদ আর তার আগেই কিছু মানুষ গরু নিয়ে রাজনীতি করছে।
তিনি বলেন, “মানুষ কি খাবে কি পরবে সেটা তার গণতান্ত্রিক অধিকার, তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্ম পালন করার”।
তিনি আরও বলেন, “ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম। সবাইকে ভালবেসে সবাইকে আপন করে নেওয়ার নাম মানবিকতা। আদর্শ নিয়ে রাজনীতি হওয়া উচিত। কিছু কিছু রাজনৈতিক দলের কোন দায়বদ্ধতা নেই, তারা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসেনা। তারা শুধু হিংসার রাজনীতি করে”।
মুখ্যমন্ত্রী বলেন, “ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি,এখানে সকলের সমান অধিকার। এখানে ধর্মের নামে হিংসা আমরা বরদাস্ত করব না”।