August 29, 2016
HIDCO to launch day cottages in Eco Urban village

For those who want to enjoy nature amidst abundant sunlight, West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) is coming up with day cottages at its Eco Urban village.
Chairman of WBHIDCO said four day cottages would be set up in the Eco Urban village. The cottages would be made of straws. There will be ethnic furniture made out of simple style. The tourists can come in the morning, spend some time in the cottage and then go for cycling or enjoy the water body.
It may be recalled that WBHIDCO had organised some hitherto forgotten sports like guli (marble), dang guli, lattu (top) at the Eco Urban Village last year to give the youngsters a taste of the games that used to be played.
The Eco Urban village is situated close to Eco Park. The park has a huge water body and over 52 lakh people have visited the site since its inception.
ইকো আরবান ভিলেজে ডে কটেজ চালু করছে হিডকো
প্রকৃতিপ্রেমীদের জন্য ইকো আরবান ভিলেজে কটেজ তৈরি করছে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন (WBHIDCO)।
হিডকোর চেয়ারম্যান জানিয়েছেন, ৪টি ডে কটেজ স্থাপিত হবে ইকো আরবান ভিলেজে। খড় দিয়ে তৈরি করা হবে এই কটেজ। সেখানে বেশ কিছু সুন্দর আসবাবপত্রও রাখা থাকবে। পর্যটকরা সকালে আসবেন, সেখনে কিছু সময় কাটাবেন। এছাড়া সাইকেল চালিয়ে তারা সমগ্র জায়গাটিও উপভোগ করতে পারবেন।
যুবকদের উ९সাহিত করার জন্য, গত বছর হিডকো বেশ কিছু খেলা যেমন – গুলি, ডাংগুলি, লাট্টু ইত্যদির আয়োজন করেছিল।
এই ইকো আরবান ভিলেজ ইকো পার্কের খুব কাছেই অবস্থিত। পার্কটিতে একটি বৃহ९ জলাশয় রয়েছে এবং প্রায় ৫২ লক্ষ মানুষ এই জায়গাটি পরিদর্শন করতে পারে।