August 23, 2016
Trinamool gains ascendancy in Maldah, Jalpaiguri Zilla Parishads

The Zilla Parishads in Maldah and Jalpaiguri came under the control of Trinamool on Monday.
In Maldah Zilla Parishad, eight Left Front members, along with six Congress and two Samajwadi Party members joined TMC at a function at the party’s headquarters at Trinamool Bhavan. Current strength of Trinamool in the Zilla Parishad thus became 22 out of a total 37.
In Jalpaiguri , six Left Front members joined Trinamool thus taking the party’s tally to 10 in the 19 member Zilla Parishad.
Opposition leaders in the State are joining Trinamool to become a part of the surge of development initiated by Mamata Banerjee in the Bengal.
মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূলের দখলে
সোমবার মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূল কংগ্রেসের দখলে।
সোমবার তৃণমূল ভবনে একসঙ্গে বামেদের আটজন, কংগ্রেসের ছয়জন এবং সমাজবাদী পার্টির দু’জন মিলিয়ে মোট ১৬ জন মালদা জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ এর ফলে সেখানে মোট ৩৭টি সদস্যের জেলা পরিষদের মধ্যে ২২ জন সদস্য তৃণমূলের।
জলপাইগুড়ি জেলা পরিষদে ৬ জন বাম সদস্য তৃণমূলে যোগদান করলেন। এর ফলে ১৯ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০।
বিরোধী দলের নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের শরিক হতে চলেছেন।