August 20, 2016
West Bengal tourism department launches app

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’.
Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.
The sight would be powered by information on each and district of the state and the various places that can be visited and activities that can be taken up. There would also be information on the various festivals of the state.
Through some related links on the app, the users can also get access to Facebook, Twitter Page of West Bengal Tourism Development Corporation and Bengal cuisine website. Online booking facilities would also be available through the app available on android.
মোবাইল অ্যাপ চালু করলো পর্যটন দপ্তর
রাজ্যের পর্যটনের আরও বিকাশের লক্ষ্যে রাজ্য পর্যটন বিভাগ ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ এই থিমের ওপর ভিত্তি করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।
পর্যটকদের আগ্রহের জায়গাগুলির উপর বিভিন্ন তথ্যের পাশাপাশি মানচিত্র ও দিক নির্দেশও দেওয়া থাকবে এই অ্যাপলিকেশনে।
রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। এছাড়া রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে এখানে।
এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমেও সব রকম তথ্য পাওয়া যাবে। অনলাইন বুকিং সুবিধা ছাড়াও অ্যানড্রয়েড ফোনেও এই অ্যাপ্লিকেশন উপলব্ধ হবে।