Latest News

August 20, 2016

French companies want to invest in Bengal, says Ambassador

French companies want to invest in Bengal, says Ambassador

Stating that West Bengal has witnessed a rapid development in almost all sectors, Alexander Ziegler, Ambassador of France in India, said that he is taking initiative to motivate more French companies to invest in the state.

He met the state Finance Minister Amit Mitra in Nabanna on Friday and said this after the meeting which he stated to be a “very successful” one.

Ziegler said that West Bengal is one of the best investment destinations at present. The reason being several initiatives were taken for its overall development and to attract investment here.

The state Finance Minister has invited him to be present in the Bengal Global Business Summit scheduled to be held on January 20, 2017.

 

বাংলায় বিনিয়োগ করতে চায় বহু ফরাসী সংস্থা, জানালেন রাষ্ট্রদূত

পশ্চিমবঙ্গ প্রায় সব খাতে দ্রুত উন্নয়ন করছে, দ্রুত এগোচ্ছে রাজ্য৷ তাই ফ্রান্স বাংলায় তার লগ্নির পরিমাণ আরও বাড়াতে চায়৷

এদিন ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার বলেন, রাজ্যে বিনিয়োগ করার জন্য আরো ফরাসি কোম্পানিকে  উদ্বুদ্ধকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার নবান্নে  রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শিল্প সংক্রান্ত বেশ কিছু বিষয়ে দু‘জনের আলোচনা হয়৷ বৈঠকের পর তিনি জানান, শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি খুশি ৷ রাজ্যের শিল্প পরিস্থিতি ইতিবাচক৷

জিয়েগলার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো বিনিয়োগ গন্তব্যস্থলগুলির মধ্যে একটি।

রাজ্যের অর্থমন্ত্রী তাঁকে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানান যা অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।