August 17, 2016
‘Safe Drive, Save Life’ awareness rally today

With the inspiration of West Bengal Chief Minister Mamata Banerjee, the Department of Youth Services, Government of West Bengal will organise an awareness rally for ‘Safe Drive, Save Life’ initiative. The rally will begin at 2 PM today.
The programme will be observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.
Students, youth, teachers, professors, artists, sportspersons, professionals, intellectuals, MPs, MLAs, elected representatives of local bodies, administrative officers and common people have been requested to participate in this rally.
আজ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা পদযাত্রা
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং যুব কল্যাণ বিভাগের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ একটি সচেতনতামূলক সমাবেশের আয়োজন করেছে। আজ দুপুর ২টোয় শুরু হবে পদযাত্রা।
এই রাজ্যের ৩৪১টি ব্লকে, ১১৭টি পৌরসভা ও ৬টি মিউনিসিপালিটি কর্পোরেশনে, কলকাতা পৌর সংস্থার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডে, ১৯টি জেলা সদরে এবং জিটিএ ট্র্যাফিক অনুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি পালিত হবে।
প্রতিটি এলাকার ছাত্র-যুবক-শিক্ষক-অধ্যাপক-শিল্পী-খেলোয়াড়-পেশাজীবী ও বুদ্ধিজীবী অংশের সমস্ত মানুষের পাশাপাশি এলাকার সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত ও পৌর প্রতিনিধি সহ সরকারি কর্মচারী, পুলিশ ও প্রশাসনের সব স্তরের কর্তা ব্যক্তি ও সাধারণ মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।