Latest News

August 16, 2016

Bengal launches ‘Kanyshree Mobile App’

Bengal launches ‘Kanyshree Mobile App’

In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government has introduced internet-based platforms on the third Kanyashree Divas.

The mobile app on Kanyashree scheme will enable a user to know the status of their application. One can also lodge their grievances through the app. At the same time, a user can also view activities and events related to Kanyashree.

On Sunday, the third Kanyashree Divas was celebrated. The celebrations are being held at all levels across the state, where already 34 lakh girl students have received benefits under the scheme.

Dr Amit Mitra, the state finance minister, launched the Kanyashree App  and an internet-based facility called Kanyashree Online 4.0. An SMS service was also introduced on Sunday. Dr Sashi Panja, the state women and child development minister was also present at the event.

The Kanysahree Online 4.0 internet service has been introduced to help students get detailed information related to the scheme and certificates of more than three lakh girls who received the one-time grant of Rs 25,000 was generated online on Sunday itself.

Till date, funds have been directly transferred to the bank accounts of more than seven lakh girls – who received the Rs 25,000 grant – and 31 lakh girls – whose have got the annual scholarship of Rs 750.

Lauding the project, Foroogh Foyouzat, Chief of Field Services, UNICEF India, said: “The initiative is close to my heart. Kanyashree has contributed in reducing the cases of child marriages. It is also helping in reducing the dropout rates in the schools. Educating people is an effective way to reduce child marriage and it will help in taking the country forward.”

 

‘কন্যাশ্রী মোবাইল অ্যাপ’ চালু করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ১৪ই আগস্ট উত্তরণ ঘটল ‘কন্যাশ্রী অ্যাপ’-এর। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের সুফল ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র৷ পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীরা আর্থিক সাহায্য পাচ্ছেন৷ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷

‘কন্যাশ্রী অ্যাপ’-এর মাধ্যমে এই প্রকল্পের অধীন ছাত্রীরা আবেদনপত্রের পরিস্থিতি জানতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পড়েছে কি না, আবেদনপত্রের বর্তমান অবস্থান, ফর্মে কোনও ত্রুটি ছিল কি না, পরবর্তী অনুষ্ঠানের দিন ও সময়– এ যাবতীয় বিষয় এবার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে ছাত্রীরা৷

রবিবার তৃতীয় কন্যাশ্রী দিবস পালিত হল। শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় পালিত হয়েছে এই দিনটি যেখানে সারা রাজ্যে মোট ৩৪ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।

রবিবার ‘কন্যাশ্রী অ্যাপ’-এর উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রবিবার থেকে এসএমএস পরিষেবাও চালু হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্যাশ্রীর কে-ওয়ান প্রকল্পে ইতিমধ্যে ৩১ লক্ষ ছাত্রী বার্ষিক ৭৫০ টাকা করে পাচ্ছে৷ কে-টু প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৭ লক্ষ ছাত্রীকে৷ অনলাইনে ৪.০ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকল্প সম্বন্ধে ও সার্টিফিকেট সমস্ত তথ্য পাবে।

এ বছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে নদিয়া জেলা৷ দ্বিতীয় স্থান বীরভূম ও তৃতীয় স্থান পেয়েছে কলকাতা৷ ভাল কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও মালদহ জেলা৷

ইউনিসেফের কর্মকর্তারা জানালেন, কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলেছে৷ স্কুলছুটের সংখ্যাও অনেক কমেছে৷ বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এর মাধমে আগামী দিনে নারী শিক্ষার অনেক প্রসার ঘটবে।