Latest News

August 16, 2016

Development in Bengal highlighted at Independence Day parade

Development in Bengal highlighted at Independence Day parade

West Bengal Chief Minister Mamata Banerjee unfurled the Tricolour as the state celebrated the 70th Independence Day on Monday. Mamata Banerjee unfurled the tricolour on Red Road, Kolkata and received a guard of honour from the Kolkata Police and other security personnel.

On this occasion, Chief Minister’s police medals for outstanding and commendable service were given away. Cultural programmes were held by school children and various artistes at venue showcasing the cultural heritage of the country.

As the colourful contingents went past, a helicopter showered flower petals on people gathered to witness the celebrations.

After Mamata Banerjee became Chief Minister in 2011, she started the Independence Day event at the Red Road with parades and colourful programmes.

Here are some pictures from the event:

M 11

WB CM receives Guard of Honour

M 38

Khadya Sathi beneficiaries

M 31

Beneficiaries of Lok Prasar Prakalpa

M 54

Adivasis at Red Road

M 56

Bauls performing at the event

M 39

Sabuj Sathi

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে উদযাপিত হল স্বাধীনতা দিবস

সোমবার ৭০তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

এই অনুষ্ঠান উপলক্ষে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা ও বিশেষ কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশকে সম্মানিত করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রথমে শুভেচ্ছা জানানো হয়৷ পাশাপাশি এদিন নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালেও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ এরপর চলে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

সরকারি বিভিন্ন প্রকল্প উঠে এল সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে৷ খাদ্য সাথী থেকে সবুজায়ন, বিশ্ববাংলার মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিকে তুলে ধরা হল কুচকাওয়াজ ও অনুষ্ঠানের মাধ্যমে৷ জাতীয় সংগীতের মাধ্যমেই শেষ হয় রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠান৷

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্যারেড ও বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন।