Latest News

August 4, 2016

Chief Minister Mamata Banerjee hails passage of GST Bill

Chief Minister Mamata Banerjee hails passage of GST Bill

Welcoming the passage of the GST bill in Rajya Sabha, West Bengal Chief Minister Mamata Banerjee expressed hope that it will give relief to micro and small businesses and remain under single control of the states.

“We have consistently supported the idea and implementation of GST. Good constitutional amendment was passed today,” she said in a tweet.

“Now in GST Bill in Nov, all states want to give relief to micro and small businesses which must remain single control of the states,” WB CM posted on Twitter soon after the Bill passed in the Upper House of Parliament.

 

জিএসটি বিল পাস হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যসভায় জিএসটি বিল পাস হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে জিএসটি বিলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করা হবে এবং তারা রাজ্যের আওতায় থাকবে।

“আমরা ধারাবাহিকভাবে জিএসটি বিলের ভাবনাকে সমর্থন করে এসেছি। আজ যে সাংবিধানিক সংশোধনী পাস হয়েছে সেটি ভালো” টুইটে বলেন মুখ্যমন্ত্রী।

“নভেম্বরে যে বিলটি আনা হবে তাতে সব রাজ্যই চায় যেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করা এবং তারা যেন রাজ্যের আওতায় থাকে,” তিনি বলেন।