July 29, 2016
West Bengal Govt welcomes private investment in agriculture sector

In a bid to make the State self sufficient in all aspects of the agriculture sector, the department’s minister Purnendu Basu welcomed the investment of private sector for infrastructure development.
কৃষিখাতে বিনিয়োগকে স্বাগত রাজ্য সরকারের
কৃষিখাতে উন্নয়নের জন্য কৃষি বিভাগীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু বেসরকারি খাতের বিনিয়োগকে স্বাগত জানালেন।
মন্ত্রী বলেন, কৃষি সবচেয়ে বড় শিল্প যে. সুতরাং, রাজ্যকে ভাল মানের ফসল ফলনের জন্য অন্য কোন রাজ্যে ওপর নির্ভর করলে চলবে হবে না স্বয়ংসম্পূর্ণ হতে হবে, কিন্তু রাজ্যের পকশে একা এই কাজ করা সম্ভব নয়। কোল্ড স্টোরেজ, কোল্ড চেন, সিড ইন্ডাস্ট্রি, উৎপাদন কারখানা বৃদ্ধির জন্য আমরা ব্যবসায়ীদের আমন্ত্রন জানাচ্ছি বিনিয়োগের করার জন্য।
তাছাড়া, সবজি উৎপাদনে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। সুতরাং, স্টোরেজ ক্ষমতা বাড়ানো প্রয়োজন এবং বেসরকারী বিনিয়োগের মাধ্যমে এটি খুব সহজেই করা যেতে পারে।
বর্তমানে রাজ্যে ১৪৫ টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন রয়েছে। আরো সেট আপ করার সুযোগ রয়েছে এবং একে পিপিপি মডেলের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
পাট ফলনের জন্য কৃষকরা প্রধানত অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের উপর নির্ভরশীল হন। আমরা কি নিজেরা পশ্চিমবঙ্গে পাট উতপন্ন করতে পারি না? সময় নষ্ট না করে সকলকে নিজ নিজ এলাকায়
বিনিয়োগ করতে অনুরোধ জানাচ্ছি,” মন্ত্রী বলেন।
মন্ত্রী কৃষক প্রযোজক সংস্থার (FPOs) ওপর আরও জোর দিয়েছেন যা ফসল বিপনে সাহায্য করবে। বর্তমানে কৃষক প্রযোজক সংস্থাগুলি রাজ্য সরকারের সুফল বাংলা দোকানগুলিতে সরাসরি বিক্রি করে।