Latest News

July 26, 2016

Bengal Finance Minister starts preparation for Bengal Global Business Summit

Bengal Finance Minister starts preparation for Bengal Global Business Summit

West Bengal Finance Minister Dr Amit Mitra Monday held a meeting with the Ambassadors of 22 countries in preparation to the Bengal Global Business Summit to be held in January, 2017.

Ambassadors of nations including Germany, France, Britain, Belgium, Singapore and Bangladesh were present at the meeting with the Bengal Finance Minister where the State Government showcased a presentation.

Dr Mitra informed the Ambassadors about the scopes and opportunities in the State for doing business in areas like ports, solar energy and many other areas.

This is the first time the State Finance Minister held a meeting with the Ambassadors of different countries.

 

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি শুরু করলেন অর্থমন্ত্রী

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র সোমবার বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন। ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রাথমিক প্রস্তুতির জন্যই এই বৈঠক।

দিল্লির ফিকির দফতরে আয়োজিত এই বৈঠকে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, উত্তর কোরিয়া,বেলজিয়াম, সিঙ্গাপুর এবং বাংলাদেশসহ ২২ টি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী একটি উপস্থাপনা পেশ করেন।

ডঃ মিত্র পোর্ট, সৌর শক্তি এবং অনেক অন্যান্য স্থানসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যবসার সুযোগ-সুবিধার কথা জানান রাষ্ট্রদূতদের।

এই প্রথমবার রাজ্যের অর্থমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন।