July 23, 2016
WB CM receives invitation from German chambers of commerce

To attract investment in the State, West Bengal Chief Minister Mamata Banerjee will go on a four-day visit to Italy and Germany in September.
Two apex chambers of commerce and industry from Germany have invited WB CM to go with a business delegation, while the Mayor of Rome has invited her for a special reception, state finance minister Amit Mitra said.
The Chief Minister is already scheduled to attend the canonisation ceremony of Mother Teresa in Vatican City where the late Nobel laureate will be declared a saint on September 4.
Rome’s first woman Mayor, Virginia Raggi, has invited Mamata Banerjee for a special reception during her visit to Vatican City where many top businessmen will be present, Dr Mitra said, adding, “It is a matter of pride for us.”
BVMW, the German Association for Small and Medium sized Businesses, has written to WB CM praising her government.
It said under her leadership the state has made tremendous strides on the lines of global benchmarks to catalyse growth, Dr Mitra said.
Another organisation IHK, Association of German Chambers of Commerce and Industry, have also invited the Chief Minister to visit them, he said.
“Both of them have expressed interest and asked us to go with a delegation. We will go with a business and official delegation. Munich is a hub of auto ancillary products and our Chief Minister always wanted to go to a place where there is a big manufacturing centre,” Dr Mitra said.
In September, Mamata Banerjee and her delegation will spend two days in Rome and another two days in Germany.
“There are 500 companies from the state which export to Germany while there are 200 companies from Germany are present in the state,” the finance minister said.
জার্মান বণিকসংস্থার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
রাজ্যে বিনিয়োগ আনতে সেপ্টেম্বরে চার দিনের সফরে ইতালি ও জার্মানি যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোমের পরই আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মিউনিখ ও ডুসেলডর্ফে যাবেন তিনি৷
শিল্পমন্ত্রীও জানিয়েছেন, জার্মানির বণিকসভাগুলির সেরা দুই সংগঠন বিভিএমডব্লু ও এআইএইচকে মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন৷ রোমের মেয়রও আমন্ত্রণ জানিয়েছেন৷
আগামী ৪ সেপ্টেম্বর মাদার টেরিজার ‘ক্যানোনাইজেশন সেরিমনি’তে অংশ নিতে মুখ্যমন্ত্রী রোমের ভ্যাটিক্যান সিটি যাবেন৷
রোমের প্রথম নারী মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাবেন, সেখানে অনেক বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন।
অমিত মিত্র এদিন বলেন, “রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের ক্ষেত্রেও বিষয়টি গর্বের৷
সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিনিধি দল ২ দিন রোমে এবং ২ দিন জার্মানিতে থাকবেন।
অর্থমন্ত্রী বলেন, “রাজ্যের ৫০০ টি কোম্পানিকে এক্সপোর্ট করা হয়েছে জার্মানিকে, ইতিমধ্যেই জার্মানির ২০০টি কোম্পানি রাজ্যে রয়েছে”।