Latest News

July 21, 2016

Trinamool’s next target is Tripura: Mamata Banerjee at 21 July rally

Trinamool’s next target is Tripura: Mamata Banerjee at 21 July rally

Trinamool Chairperson Mamata Banerjee said that she will be visiting the north-eastern state of Tripura on August 9, to consolidate the ground for Trinamool Congress in the State.

She said that she wanted to work for the development of the people of Tripura, which has been facing Left tyranny for decades.

In her speech today at the the Trinamool Chairperson said, “Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. In the next Assembly Election in Tripura, we will form the Government there.”

In the recent past, many leaders from the Tripura Assembly have joined Trinamool Congress. Some of them were present here at the Martyr’s Rally today at Dharmatala.

 

তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা: ২১শে জুলাইয়ের জনসভায় বললেন মমতা

তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জী বলেন, আগামী ৯ই আগস্ট তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন। তিনি বলেন তিনি ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। ত্রিপুরার মানুষ কয়েক দশক ধরে বাম স্বৈরশাসন সহ্য করেছেন।

তৃণমূল সভানেত্রী আজ তার বক্তৃতায় বলেন, “আজ ত্রিপুরা থেকে অনেক মানুষ এখানে এসেছেন। আমি ৯ই আগস্ট ত্রিপুরা সফরে যাব। আমরা উন্নয়নের জন্য কাজ করতে চাই। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনের মধ্যে, তৃণমূল কংগ্রেস সরকার সেখানে গঠন করবে”।

কয়েকদিন আগেই  ত্রিপুরা বিধানসভা থেকে অনেক নেতা তৃণমূলের যোগদান করেছেন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে এখানে শহীদ সমাবেশে ধর্মতলায় আজ উপস্থিত ছিলেন।