Latest News

July 20, 2016

WB CM forms Industrial Investment Promotion Board

WB CM forms Industrial Investment Promotion Board

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, Chief Minister Mamata Banerjee on Tuesdaydeclared the formation of an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government.

Announcing the decision at state secretariat Nabanna, she said, “The chairman of the new board will be a former state information technology department secretary. The departmental secretaries of finance, commerce and industries, MSME, information technology, land and land revenue, fisheries, tourism and transport will be members of the new board.”

Apart from the regular board members, IIPB will have finance and industry minister Dr Amit Mitra and the State chief secretary as observers, the CM said. Members of the board will meet once a week and regularly report to her.

The Chief Minister also announced that her government would invite President Pranab Mukherjee to be the chief guest at the state’s upcoming mega business conclave.

Once the IIPB becomes functional, all the existing industry-facilitating bodies under the state government, such as West Bengal Industrial Development Corporation (WBIDC), West Bengal Infrastructure Investment Development Corporation (WBIIDC) and West Bengal Small Industries Development Corporation (WBSIDC), among others, will be brought under IIPB.

 

নতুন শিল্প বোর্ড গঠন করলেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শিল্পায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ডের’৷ দ্রূত শিল্পায়নের স্বার্থে তৈরি হল এই বোর্ড।

তিনি জানান, “শিল্পের সঙ্গে যুক্ত সব দফতরগুলিকে নিয়ে এই নতুন প্রমোশনাল বোর্ড তৈরি করা হয়েছে৷ নতুন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হল প্রাক্তন তথ্য-প্রযুক্তি সচিব কে সিদ্ধার্থ৷ বোর্ডের দুই উপদেষ্টা হিসাবে কাজ করবেন অর্থ ও শিল্প দফতরের মন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ বোর্ডের নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়েছে৷ এ ছাড়াও শিল্প, অর্থ, খাদ্য-প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র, কু্টির শিল্প, ভূমি ও ভূমি রাজস্ব, তথ্য-প্রযুক্তি, পর্যটন, পরিবহণ দফতরের প্রধাণ সচিব এই কমিটির সদস্য৷”

বোর্ড সদস্যরা ছাড়া অর্থ ও শিল্প মন্ত্রী ড অমিত মিত্র এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহের শনিবার নতুন কমিটি বৈঠকে বসে কাজের অগ্রগতির রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে৷

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, রাজ্যের আসন্ন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমন্ত্রণ জানাবে রাজ্য সরকার।

IIPB কার্যকরী হলে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC), পশ্চিমবঙ্গ পরিকাঠামো বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন (WBIIDC) এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBSIDC) এদেরকে IIPB-র আওতায় আনা হবে।