Latest News

July 13, 2016

West Bengal Govt celebrates Bhanu Bhakta Acharya’s Birth Anniversary at Darjeeling

West Bengal Govt celebrates Bhanu Bhakta Acharya’s Birth Anniversary at Darjeeling

The State Government celebration of the 202nd Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya was held today at Chowrasta in Darjeeling in presence of the Hon’ble President of India, who was the Hon’ble Guest on the occasion.

Hon’ble West Bengal Governor K N Tripathi was present on the occasion.

The celebration of the Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya is being organised in a grand scale on the initiative of the Chief Minister Mamata Banerjee.

Bhanubhakta Acharya is among the eminent literary personalities in Nepal and also the first Nepali poet who translated the great Indian epic `Ramayana` from Sanskrit to Nepali. Adi Kavi as he is popularly called Bhanubhakta Acharya, was born in 1814 A.D in Chundi Ramgha, Tanahu district and was educated at home by his grandfather, Shri Krishna Acharya. His father Dhananjaya Acharya was a government official who worked for General Amar Singh Thapa Governor of Palpa in western Nepal. He was one of the greatest poet in history of Nepal.

দার্জিলিঙে কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার

আজ কবি ভানু ভক্তের ২০২ তম জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার। অনুষ্ঠানটি হয়েছে দার্জিলিঙের চৌরাস্তায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাননীয়া মুখ্যমন্ত্রীকবি ভানু ভক্তের জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছে মহাসমারোহে।

ভানু ভক্ত নেপালের কবি ও লেখকদের মধ্যে খুব জনপ্রিয় ব্যক্তি। তিনি প্রথম নেপালি কবি যিনি রামায়ণ কে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। ভানু ভক্ত আদি কবি হিসেবে বেশি পরিচিত। তিনি ১৮১৪ সালে জন্মগ্রহণ করেন তানাহু জেলায়। তার বাবা ধনঞ্জয় আচার্য ছিলেন একজন সরকারী কর্মী। তিনি পশ্চিম নেপালের রাজ্যপাল অমর সিং থাপার সঙ্গে কাজ করেছিলেন।